TRENDING:

Maharashtra Politics: বিজেপি-কে ঠেকাতে রাজ ঠাকরের সঙ্গে জোট বাঁধলেন একনাথ শিন্ডে! মহারাষ্ট্রের রাজনীতিতে নয়া মোড়

Last Updated:

মহারাষ্ট্রের পুরভোটে দীর্ঘদিন পর একজোট হয়ে লড়েছিলেন উদ্ধব এবং রাজ ঠাকরে৷ যদিও একনাথ শিন্ডের দিকে সমর্থনের হাত বাড়িয়ে দিয়ে উদ্ধবকে ফের ধাক্কা দিলেন রাজ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মহারাষ্ট্রের রাজনীতিতে নয়া মোড়৷ কল্যাণ- ডোমবিভলি মিউনিসিপ্যাল কর্পোরেশনে মেয়র পদ দখলে রাখতে একনাথ শিন্ডের শিবসেনাকে সমর্থন করল রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)৷ বিজেপি যাতে মেয়র পদ দখল করতে না পারে, সেই জন্যই জোট বাঁধলেন রাজ এবং একনাথ৷
একনাথ শিন্ডেকে সমর্থন রাজ ঠাকরের৷
একনাথ শিন্ডেকে সমর্থন রাজ ঠাকরের৷
advertisement

মহারাষ্ট্রের পুরভোটে দীর্ঘদিন পর একজোট হয়ে লড়েছিলেন উদ্ধব এবং রাজ ঠাকরে৷ যদিও একনাথ শিন্ডের দিকে সমর্থনের হাত বাড়িয়ে দিয়ে উদ্ধবকে ফের ধাক্কা দিলেন রাজ৷

কল্যাণ- ডোমবিভলি মিউনিসিপ্যাল কর্পোরেশনে মোট ১২২টি আসন রয়েছে৷ তার মধ্যে শিন্ডের শিবসেনা সর্বাধিক ৫৩টি আসনে জয়ী হয়েছে৷ ৫০টি আসন পেয়ে দু নম্বরে রয়েছে বিজেপি৷ উদ্ধব ঠাকরের শিবসেনা জয়ী হয় ৫টি আসনে৷ রাজ ঠাকরের এমএনএস ৫টি আসন দখল করে৷ কংগ্রেস ২টি এবং শরদ পাওয়ারের এনসিপি ১টি আসনে জয়ী হয়৷ কল্যাণ- ডোমবিভলি মিউনিসিপ্যাল কর্পোরেশনে বোর্ড গঠনের জন্য প্রয়োজন ৬২টি আসন৷

advertisement

মহারাষ্ট্রে বিজেপি এবং একনাথ শিন্ডের শিবসেনা জোট সরকারে থাকলেও এই কল্যাণ- ডোমবিভলি পুরনিগমে মেয়র পদ দখল করতে মরিয়া দুই দলই৷ যে কারণে বিজেপি-কে আটকাতে রাজ ঠাকরের সঙ্গে জোট বাঁধলেন একনাথ৷

প্রাক্তন এমএনএস সাংসদ শ্রীকান্ত শিন্ডে অবশ্য দাবি করেছেন, শহরের উন্নয়নের কথা ভেবেই একনাথ শিন্ডের শিবসেনাকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন তারা৷ এমএনএস-এর সমর্থন পেলেও এই একনাথ শিন্ডের দলের কাছে সংখ্যাগরিষ্ঠতার জন্য আরও চারটি আসনের প্রয়োজন হবে৷ শ্রীকান্ত শিন্ডের দাবি, উদ্ধব ঠাকরের শিবসেনার কয়েকজন জয়ী প্রার্থীও তাদের দিকে সমর্থনের হাত বাড়িয়ে দিতে পারেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আলপিন থেকে আলমারি, অ্যান্টিক জিনিস সবই অর্ধেক দামে! ঘুরে আসুন ভাঙা মেলায়, রইল রুটম্যাপ
আরও দেখুন

এ দিকে বৃহন মুম্বাই পুরনিগমের মেয়র পদ কে পাবে তা নিয়েও এখন ধোঁয়াশা রয়েছে৷ সেখানে একনাথ শিন্ডে-বিজেপি জোট প্রায় তিন দশক পর ঠাকরেদের শাসনের অবসান ঘটিয়েছে৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Maharashtra Politics: বিজেপি-কে ঠেকাতে রাজ ঠাকরের সঙ্গে জোট বাঁধলেন একনাথ শিন্ডে! মহারাষ্ট্রের রাজনীতিতে নয়া মোড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল