মৃতদেহ দাহ করতে অনেক কাঠ লাগে ৷ সেই কাঠ জোগাড় করতে গিয়ে পুড়ে নষ্ট হয় বহু গাছ ৷ ‘প্রকৃতি মা’-কে সেই ধ্বংসের হাত থেকে রক্ষা করতে তাই অভিনব উপায় আবিষ্কার করল রায়পুর পুর নিগম ৷ পুর উদ্যোগে ঘুঁটেই এখন মৃতদেহ দাহ করার প্রধান উপাদান হিসাবে ব্যবহৃত হচ্ছে রায়পুরে ৷ ঘুঁটে দিয়ে তৈরি এই উপাদানগুলি দেখতেও অনেকটা কাঠের গুঁড়ির মতো ৷
advertisement
আরও পড়ুন: জাতীয় সড়কে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা ! ২০ ফুট গর্তে পড়েও বেঁচে গেলেন চার যাত্রী
পুর নিগমের তরফে জানানো হয়েছে, এই ঘুঁটের গুঁড়ি তৈরি করার জন্য নতুন মেশিন বসানো হয়েছে ৷ রোজই তা থেকে এই ধরণের গুঁড়ি তৈরি হচ্ছে ৷ এই মুহূর্তে যা উৎপাদন হচ্ছে, তাতে দৈনিক চারটি করে মৃতদেহ দাহ করা সম্ভব ৷ তবে আস্তে আস্তে উৎপাদন আরও বাড়ানোর কথাও ভাবা হচ্ছে ৷ নিগমের সভাপতি রাজকুমার সাহু সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, পরিবেশ রক্ষা করার তাগিদ থেকেই ভাবনা ৷ ঘুঁটে গুঁড়ির প্রচলন বাড়লে কাঠের অপব্যবহার কমবে বলেই আশা তাঁর ৷