উত্তর-পূর্ব রেলের প্রধান জনসংযোগ আধিকারিক সরস্বতী চন্দ্রের মতে, ভ্রমণের সময় মহিলাদের নিরাপত্তা ভারতীয় রেলের অগ্রাধিকারগুলির মধ্যে অন্যতম। আর সেই কারণেই ‘মহিলা সুরক্ষা’ নামে এক অভিযান চালাচ্ছে রেলওয়ে। এর আওতায় মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় কোনও পুরুষ যাত্রী উঠে পড়লে তাঁদের ধরপাকড় করা হচ্ছে।
advertisement
এমতাবস্থায় গত ১ মে থেকে ১৫ মে, ২০২৪ তারিখ পর্যন্ত অপারেশন ‘মহিলা সুরক্ষা’-র অধীনে একটি প্রচারাভিযান পরিচালনা করা হয়েছিল। পূর্ব মধ্য রেলওয়ের বিভিন্ন বিভাগে মহিলাদের জন্য সংরক্ষিত কোচ বা লেডিজ কামরায় ভ্রমণ করার জন্য রেলওয়ে আইনের ১৬২ ধারার অধীনে রেলওয়ে সুরক্ষা বাহিনী দল মোট ৬১৫ জন পুরুষ যাত্রীকে আটক করেছে।
এর মধ্যে দানাপুর বিভাগে ৩৫৫ জন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বিভাগে ১৫১ জন, সোনপুর বিভাগে ৫৬ জন এবং সমস্তিপুর বিভাগে ৫৩ জন পুরুষ যাত্রীকে আটক করা হয়েছে এবং তাঁদের থেকে জরিমানাও নেওয়া হয়েছে। তদন্তের সময় যাত্রীরা বিভিন্ন ধরনের যুক্তি দিতে থাকেন। কেউ কেউ বলেন যে, তাঁরা রীতিমতো দৌড়ে তাড়াহুড়ো করে ট্রেন ধরেছেন, তাই আর কোন কামরায় উঠছেন, সেটা খেয়াল করেননি। আবার কেউ বা বলেছেন যে, তাঁরা কোচের বাইরে কী লেখা আছে, তা পড়তে পারছেন না। এভাবে যাত্রীরা টিকিট পরীক্ষকদের কাছে অনুনয়-বিনয় করতে শুরু করলেও তাঁরা সেদিকে কর্ণপাত করেননি। উল্টে ওই যাত্রীদের আটক করা হয়েছে।
সিগন্যাল মনিটর চুরি:
এদিকে আবার রেলওয়ে সুরক্ষা বল, দাদরি এবং খুর্জার যৌথ দল ডিএফসিসিআইএল-এর বোড়াকী জংশন এবং দাদরি স্টেশনের মধ্যে ৮৯৪/০৮ কিলোমিটারে অবস্থিত আরএইচ-বি রিলে রুম থেকে দু’টি মনিটর, কী-বোর্ড, মাউস ইত্যাদি চুরি করার অভিযোগে নাজিম এবং মান নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এরা দু’জনেই উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ এলাকার বাসিন্দা।