TRENDING:

Viral Video: জল খেতে নেমে চলন্ত ট্রেনের তলায় চলে যাচ্ছিলেন বৃদ্ধ ! প্রাণ বাঁচল রেলপুলিশের তৎপরতায়

Last Updated:

ঘটনাস্থলে রেল পুলিশরা ডিউটিতে ছিলেন। দু'জন কর্মরত রেল পুলিশ বৃদ্ধকে ঝুলতে দেখে ফেলেন। সঙ্গে সঙ্গে তাঁরা ট্রেনের পিঁছনে ছুটতে থাকেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নাসিক:  একেই বলে ভাগ্য ! চলন্ত ট্রেনের নীচে যেতে যেতে প্রাণ বাঁচল বৃদ্ধের। মহারাষ্ট্রের নাসিকে স্টেশনে জল খাওয়ার জন্য নামেন এক বয়স্ক ভদ্রলোক। স্টেশনে ট্রেন ঢোকার পর কিছু মানুষকে নেমে যেতে এবং উঠতে দেখা যায়। তবে বৃদ্ধ জল খেতে নামেন আর তখনই ট্রেন ছেড়ে দেয়। আর সে সময় দৌড়ে ট্রেন ধরতে গিয়েই বিপদ ঘটান বৃদ্ধ !
advertisement

ওই বৃদ্ধ চলন্ত ট্রেনে উঠতে যান, এবং তখন পা পিঁছলে ট্রেনের কামরা ধরে ঝুলতে থাকেন তিনি। ঘটনাস্থলে রেল পুলিশরা ডিউটিতে ছিলেন। দু'জন কর্মরত রেল পুলিশ বৃদ্ধকে ঝুলতে দেখে ফেলেন। সঙ্গে সঙ্গে তাঁরা ট্রেনের পিঁছনে ছুটতে থাকেন। এবং দৌড়ে গিয়ে ওই বৃদ্ধকে বাঁচিয়ে নেন। এই গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। যা দেকে আরও একবার রেল পুলিশের প্রশংসায় মেতেছে দেশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

কয়েদিন আগেই তুমুল ভাইরাল হয়েছিল একটি ভিডিও। রেলকর্মী ময়ূরের প্রংশসায় মেতেছে গোটা দেশ। তাঁকে পুরস্কারও দেওয়া হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছিল, একটি ছয় বছরের বাচ্চা স্টেশনে দাঁড়িয়ে ছিল মায়ের সঙ্গে। হঠাৎ করেই সেই বাচ্চাটি ট্রেন লাইনে পড়ে যায় স্টেশন থেকে। সে সময় দ্রুত গতিতে ছুটে আসছিল ট্রেন। কিন্তু গোটা ঘটনা দেখতে পেয়ে ঝড়ের বেগে দৌড়ে আসেন ওই রেলকর্মী। এবং মুহূর্তে বাচ্চাটিকে চলন্ত ট্রেনের সামনে থেকে প্লাটফর্মে তুলে দেন। এবং নিজেও লাফিয়ে উঠে পড়েন। এই ভিডিও চমকে দেয় গোটা দেশকে। ঝড়ের গতিতে ভাইরাল হয় ভিডিও। তেমনই এই ভিডিওটি দেখেও প্রশংসায় ভরিয়ে দেন মানুষ। রেল পুলিশকে এভাবে মানুষের প্রাণ বাঁচাতে আগেও দেখা গিয়েছে। যা সত্যিই প্রশংসার দাবি রাখে। তবে এই সব দুর্ঘটনা এড়াতে মানুষের আরও সচেতন হওয়া প্রয়োজন।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Viral Video: জল খেতে নেমে চলন্ত ট্রেনের তলায় চলে যাচ্ছিলেন বৃদ্ধ ! প্রাণ বাঁচল রেলপুলিশের তৎপরতায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল