স্টেশনের মধ্যে এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যাতে যাত্রীরা বিশেষত বৃদ্ধ ও বিশেষভাবে সক্ষম এবং অসুস্থ ব্যক্তিরা সহজেই চলাচল করতে পারেন তার জন্যই এমন রূপান্তর করা হচ্ছে। নতুন লিফট ও এসকেলেটরগুলি অন্যান্য অনেক যাত্রী সুযোগ-সুবিধার ব্যবস্থা এবং উন্নীতকরন করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করবে।
আরও পড়ুন: এক মুহূর্তে গোটা পরিবার শেষ! গাড়ির মধ্যে ৭ জনের দলা পাকানো দেহ! গভীর রাতে ভয়ঙ্কর ঘটনা
advertisement
বর্তমানে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অন্তর্গত পাঁচটি ডিভিশনের প্রধান স্টেশনগুলিতে ৪৫টি লিফ্ট ও ৩৫টি এসকেলেটর কার্যকর রয়েছে। বিগত অর্থবর্ষ ২০২৩-২৪-এর সময় বারসোই স্টেশনে ০২টি লিফ্ট এবং জলপাইগুড়ি রোড রেলওয়ে স্টেশনে ০২টি লিফ্ট সহ চারটি লিফ্ট চালু করা হয়েছে। সেই অনুযায়ী আগরতলা ও কামাখ্যা রেলওয়ে স্টেশনের প্রত্যেকটিতে দুটি করে এসকেলেটর সহ মোট চারটি এসকেলেটর চালু করা হয়েছে।‘অমৃত ভারত স্টেশন স্কিম’-এর অধীনে অনুমোদিত ৪৬টি রেলওয়ে স্টেশনে ৯৪টি লিফ্ট স্থাপনের কাজ প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। একইভাবে ‘অমৃত ভারত স্টেশন স্কিম’-এর অধীনে ১৩টি স্টেশনে অতিরিক্তভাবে অনুমোদিত ২৬টি এসকেলেটর স্থাপনের কাজও বিভিন্ন পর্যায়ে রয়েছে।
আরও পড়ুন: মোট ৩ লাখ মানুষের মৃত্যু, শুধু কলকাতাতেই ৩ হাজার! রিমল আসছে, জানুন বাংলার সবচেয়ে ভয়ঙ্কর ঝড়ের কথা
উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন যাত্রী সংখ্যার ক্রমবর্ধমান বৃদ্ধির প্রতি লক্ষ্য রেখে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে যাত্রীদের নিরাপদ ও সুবিধাজনক প্রবেশ-প্রস্থানের জন্য গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে আরও লিফ্ট ও এসকেলেটর স্থাপনের পাশাপাশি রেলওয়ে সুযোগ-সুবিধার মধ্যে ক্রস-নেভিগেশন সহজ করার উপর গুরুত্ব আরোপ করেছে। এই অতিরিক্ত সুযোগ-সুবিধাগুলি যাত্রীদের সহজ সুগমতা প্রদান করবে, যাত্রীদের ট্রেন যাত্রার আনন্দদায়ক অভিজ্ঞতা প্রদানে সহায়ক হবে এবং রেলওয়ে পরিষেবাগুলিকে আরও ব্যবহারকারী বান্ধবযোগ্য করে তুলবে।