TRENDING:

Odisha Train Tragedy: ওড়িশায় ভয়াবহ রেল দুর্ঘটনার পিছনে কী কারণ? সংসদে ফাঁস করলেন রেলমন্ত্রী

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: মেরামতি কাজের সময় সিগন্যালিং সার্কিটে অদলবদল হয়ে যাওয়ার কারণেই গত ২ জুন ওড়িশার বালাসোরর কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস সহ তিনটি ট্রেন৷ শুক্রবার রাজ্যসভায় এমনই জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব৷ কমিশনার অফ রেলওয়ে সেফটির রিপোর্ট উল্লেখ করেই এমন তথ্য জানিয়েছেন রেল মন্ত্রী৷
ওড়িশায় এমনই ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী ছিল দেশ৷ ছবি- এএফপি
ওড়িশায় এমনই ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী ছিল দেশ৷ ছবি- এএফপি
advertisement

গত ২ জুন ওড়িশার বালাসোরের কাছে বাহানগা বাজার স্টেশনে একটি মালগাড়ির পিছনে ধাক্কা মেরে লাইনচ্যুত হয় চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস৷ উল্টো দিক থেকে আসা বেঙ্গালুরু হাওড়া হমসফর এক্সপ্রেসও দুর্ঘটনার কবলে পড়ে৷ এই দুর্ঘটনায় প্রাণ হারান ২৯৫ জন যাত্রী, আহত হন ১৭৬ জন৷ দুর্ঘটনার পর থেকেই এর কারণ ঘিরে রহস্য তৈরি হয়েছিল৷ কারণ রেল লাইনে পয়েন্টে গোলমালের জেরেই মেন লাইন থেকে পাশের লুপ লাইনে ঢুকে পড়ে মালগাড়ির পিছনে ধাক্কা মেরেছিল করমণ্ডল এক্সপ্রেস৷

advertisement

আরও পড়ুন: ২১-শে জুলাই কেড়ে নিল প্রাণ! তৃণমূল কর্মীদের নিয়ে উল্টে গেল বাস! ভয়াবহ অবস্থা!

দুর্ঘটনার পরই তার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করে কমিশনার অফ রেলওয়ে সেফটি৷ অন্তর্ঘাতের তত্ত্ব উঠে আসায় আলাদা তদন্তের ভার দেওয়া হয় সিবিআই-কে৷ প্রাথমিক তদন্ত রিপোর্ট আসার পরই সূত্র মারফত জানা গিয়েছিল, মানুষের ভুলই এই ভয়াবহ দুর্ঘটনার জন্য দায়ী৷

advertisement

শুক্রবার সংসদে এই সংক্রান্ত একটি প্রশ্নের উত্তরেই রেলওয়ে সেফটি কমিশনারের রিপোর্ট পেশ করা হয়৷ সেই রিপোর্ট উল্লেখ করেই রেল মন্ত্রী জানান, বাহানগা বাজার স্টেশনের কাছে একটি লেভেল ক্রসিংয়ের রেল গেট পরিবর্তনের কাজ করতে গিয়েই তার সঙ্গে সংযুক্ত সিগন্যালিং ব্যবস্থার সার্কিটে অদল বদল হয়ে যায়৷

রেল মন্ত্রী রিপোর্ট উল্লেখ করে বলেন, এই ভুলের কারণে ট্রেন নম্বর ১২৮৪১ (করমণ্ডল এক্সপ্রেস) কে মেন লাইন দিয়ে যাওয়ার জন্য সবুজ সিগন্যাল দেওয়া ছিল৷ কিন্তু যে মেন লাইন ধরে করমণ্ডল এক্সপ্রেস ছুটে আসছিল, ১৭ এ/বি ক্রসওভারের কাছে তার পয়েন্ট সেট করা ছিল আপ লুপ লাইনের দিকে৷ যার ফলে করমণ্ডল এক্সপ্রেস মেন লাইন ছেড়ে লুপ লাইনে ঢুকে পড়ে মালগাড়ির পিছনে ধাক্কা মারে৷

advertisement

রেলমন্ত্রী আরও জানান, গত পাঁচ বছরে এমন ভুল সিগন্যাল দেওয়ার ১৩টি ঘটনা ঘটেছে৷ যার ফলে সাতটি ক্ষেত্রে দুর্ঘটনা ঘটেছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাজ্যসভায় পেশ করা রেলমন্ত্রীর তথ্য অনুযায়ী, গত ১৮ জুলাই পর্যন্ত ওড়িশার এই রেল দুর্ঘটনায় মৃত ২৯৫ জনের মধ্যে ২৫৪ জনের দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে৷ বাকি ৪১ জনের মৃতদেহ দেহ এখনও ওড়িশার ভুবনেশ্বরের এইমস হাসপাতালে পড়ে রয়েছে৷ পাশাপাশি এই মৃতদেহগুলির ডিএনএ নম্ুনা বিশ্লেষণের জন্য নয়াদিল্লির সিএফএসএল-এ পাঠানো হয়েছে৷ ইতিমধ্যেই এই দুর্ঘটনার তদন্তে নেমে তিন জন রেলকর্মীকে গ্রেফতার করেছে সিবিআই৷ দক্ষিণ পূর্ব রেলের বেশ কয়েকজন শীর্ষ কর্তাকেও বদলি করা হয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Odisha Train Tragedy: ওড়িশায় ভয়াবহ রেল দুর্ঘটনার পিছনে কী কারণ? সংসদে ফাঁস করলেন রেলমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল