রাফাল নিয়ে পালটা চাপ তৈরির কৌশল নিয়েছেন নরেন্দ্র মোদি। রাহুলের চৌকিদার চোর হ্যায়-এর মোকাবিলায় 'ম্যায় ভি চৌকিদার' প্রচার শুরু করেছেন। কিন্তু, সোমবার রাহুল নিজের লোকসভা কেন্দ্র অমেঠিতে গিয়ে বুঝিয়ে দিলেন, তিনি রাফল অস্ত্র ও চৌকিদার স্লোগানেই শান দেবেন।
রাহুল বললেন, ‘‘৫ বছরে অনিল অম্বানি, নীরব মোদি, মেহুল চৌক্সিদের চৌকিদার করেছেন ৫ লক্ষ ৫৫ হাজার কোটি টাকা দেশের সবচেয়ে ধনী ১৫ জনের পকেটে গিয়েছে...দেশের জনগণের টাকা লুঠ করেছেন মোদি। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে অমেঠির। আমরা যা যা করেছি সব কেড়ে নিয়েছেন। আমরা এর দ্বিগুণ ফিরিয়ে দেব ৷’’
advertisement
কৃষক সমস্যা থেকে শুরু করে কর্মসংস্থান। এ সব ইস্যুকেও এ দিন নরেন্দ্র মোদির বিরুদ্ধে অস্ত্র করেন রাহুল গান্ধি। এ দিনই অমেঠির রিটার্নিং অফিসার রাহুল গান্ধির মনোনয়ন পত্রে বৈধতা দেন। এক নির্দল প্রার্থী এবং আরও তিন জন, রাহুলের নাগরিকত্বের বৈধতা এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে নালিশ করেছিলেন। স্ক্রুটিনি করে সেই সব অভিযোগ খারিজ করে দিয়েছে কমিশন।