রাহুল (Rahul Gandhi) বলছেন, "আজ ছত্তিশগড় ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রীদের সঙ্গে নিয়ে আমরা ৩জন লখিমপুর যাব।" কিন্তু লখনউয়ের পুলিশ কমিশনার ডি ঠাকুরের বক্তব্য, "রাহুল গান্ধী বিমানবন্দরে নামলে তাঁকে অনুরোধ করব খেরি ও সীতাপুরে না যেতে।" সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, সীতাপুরে এই মুহূর্তে ইন্টারনেট বন্ধ। জারি রয়েছে ১৪৪ ধারা।
এ দিন রাহুল গান্ধী বলেন, "আমাদের উপর অত্যাচার করুন, মারুন, জেলে ঢোকান, যাযই করুন আমরা কৃষকের পাশে, সাধারণ মানুষের পাশে থাকব। এটা আমাদের প্রশিক্ষণ। বছর বছর ধরে আমাদের পরিবার আমাদের এই প্রশিক্ষণ দিয়ে এসেছে। প্রিয়াঙ্কা হোক বা আমি আমাদের যে কারও উপরে যত অত্যাচারই হোক আমরা মানুষের পাশে থাকব।"
advertisement
লখিমপুরে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি যাওয়া দল নিয়েও প্রশ্ন তুলছে কংগ্রেস। রাহুল গান্ধী বলেন, "লখিমপুর যাওয়ার ক্ষেত্রে সবাইকে আটকানো হচ্ছে না। গতকাল তৃণমূল কংগ্রেস এবং ভীম আর্মিকে যেতে দেওয়া হয়েছে। অথচ কংগ্রেসকে যেতে দেওয়া হচ্ছে না। প্রিয়াঙ্কা গান্ধীকে আটকে রাখা হয়েছে। ঠিক কী ঘটেছিল, সরজমিনে জানতেই আমরা সেখানে যেতে চাই।"
আরও পড়ুন-মুকুল ঘনিষ্ঠ সব্যসাচী দত্তও কি বিজেপি ছাড়বেন? প্রশ্নটা শুনেই মুখ খুললেন দিলীপ ঘোষ
উল্লেখ্য আজ নভজ্যোৎ সিং সিধুও প্রিয়াঙ্কা গান্ধীর গ্রেফতারি নিয়ে সরব হয়েছেন। ট্যুইটারে তিনি লিখেছেন, "৫৪ ঘণ্টা হয়ে গেল এখনও প্রিয়াঙ্কা গান্ধীকে কোর্টে তোলা হল না। অনৈতিক ভাবে তাঁকে আটক করে রাখা হয়েছে। সংবিধান ও মানবাধিকার লঙ্ঘন করছে বিজেপি ও উত্তরপ্রদেশ পুলিশ।"