নয়াদিল্লি: গত বুধবার সাংবাদিক বৈঠক করে রীতিমতো নথিপত্রের স্তূপ সামনে রেখে ব্যাকগ্রাউন্ডে স্লাইড শো করে হরিয়ানা নির্বাচনে ভোটচুরির অভিযোগ এনেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি৷ দাবি করেছিলেন, ২০২৪ সালে হরিয়ানায় যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে কেন্দ্রীয় ভাবে সিস্টেম্যাটিক ভোটচুরি করা হয়৷ অন্যতম উদাহরণ হিসাবে তুলে ধরা হয়েছিল এক ব্রাজিলীয় মডেলের ছবি সংবলিত ভোটার কার্ডের ছবি৷ যে ছবি ব্যবহার করে ১০ ভিন্ন বুথ থেকে ভোট ২২ বার ভোট দেওয়া হয়েছে৷ কখনও তার নাম হয়েছে সুইটি, কখনও সীমা, কখনও বা সরস্বতী৷
advertisement
এহেন অভিযোগ সামনে আসার পরেই বৃহস্পতিবার এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন স্বয়ং ওই মডেল৷ গোটা বিষয়টি ঘিরেই যারপরনাই অবাক হয়েছেন তিনি৷
রাহুল গান্ধির ভিডিয়োয় যে ব্রাজিলীয় মডেলের ছবি দেখানো হয়েছে, তাঁর নাম ল্যারিসা নেরি৷ বর্তমানে তাঁর ছবি সংবলিত ভোটার কার্ডের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ ওই মডেল জানিয়েছেন, পেশায় তিনি হেয়ারড্রেসার৷ ওই ছবিটি তিনি ৮বছর আগে তুলেছিলেন৷ সেই সময় তাঁর বয়স ছিল বছর কুড়ি৷
পতুর্গিজ ভাষায় বলা একটি ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘‘বন্ধুরা, ওরা আমার পুরনো ছবি ব্যবহার করছে৷ আমার তখন ১৮-২০ বছর বয়স ছিল৷ আমি জানি না, এটা মনে হয় ভারতের কোনও নির্বাচন, বা ভোটের ব্যপার স্যাপার৷ আমায় ওরা ভারতীয় হিসাবে দেখিয়েছে, সম্ভবত কোনও জালিয়াতি হয়েছে৷ কী অদ্ভুত পাগলামো, অদ্ভুতুড়ে ব্যাপার, আমরা কোন বিশ্বে বাস করি?’’
ওই মহিলা জানিয়েছেন, তাঁর ছবি ভাইরাল হওয়ার পর থেকেই সংবাদমাধ্যমের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে চলেছে৷ তিনি বলেন, ‘‘একজন রিপোর্টার আমাকে ফোন করেছিল, আমার স্যালঁ, আমার কাজ সম্পর্কে সাক্ষাৎকার নিতে চাইছিল৷ আমি উত্তর দিইনি৷ উনি আমায় ইনস্টাগ্রামে খুঁজে পান৷’’
আরও পড়ুন : ‘বিহার ভোট থেকে নজর ঘোরানোর কৌশল,’ রাহুল গান্ধির ভোটচুরির অভিযোগে প্রতিক্রিয়া বিজেপির
এরমধ্যে ওই ব্রাজিলীয় মডেলের ছবি সংবলিত একটি ভোটার কার্ডের ভোটারের সঙ্গে যোগাযোগ করেছিল CNN-News18৷ পিঙ্কি জুগিন্দার কৌশিক নামে ওই মহিলার নাম সাংবাদিক বৈঠকে উল্লেখ করেছিলেন রাহুল৷ সেই পিঙ্কির সঙ্গে কথা বলে CNN-News18 জানতে পারে, ‘‘হ্যাঁ, আমিই আমার ভোট দিতে গিয়েছিলাম গ্রামের স্কুলে৷ নাম ঠিক ছিল৷ কিন্তু আমার ছবি ভুল ছিল৷ ওরা অন্য কার ছবি দিয়ে দিয়েছিল৷ যাই হোক, আমি ভোট দিয়েছি৷ আমায় কেউ ভোট দিতে জোর দেয়নি৷ আমি স্লিপদেখিয়ে ভোট দিয়েছি৷’’
