TRENDING:

Rahul Gandhi: রাহুলের ভোটচুরির অভিযোগে সামনে ব্রাজিলীয় মডেলের ছবি, ‘এটা কী পাগলামো..,’ অবশেষে এল প্রতিক্রিয়া

Last Updated:

ওই মহিলা জানিয়েছেন, তাঁর ছবি ভাইরাল হওয়ার পর থেকেই সংবাদমাধ্যমের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে চলেছে৷ তিনি বলেন, ‘‘একজন রিপোর্টার আমাকে ফোন করেছিল, আমার স্যালঁ, আমার কাজ সম্পর্কে সাক্ষাৎকার নিতে চাইছিল৷ আমি উত্তর দিইনি৷ উনি আমায় ইনস্টাগ্রামে খুঁজে পান৷’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
News18
News18
advertisement

নয়াদিল্লি: গত বুধবার সাংবাদিক বৈঠক করে রীতিমতো নথিপত্রের স্তূপ সামনে রেখে ব্যাকগ্রাউন্ডে স্লাইড শো করে হরিয়ানা নির্বাচনে ভোটচুরির অভিযোগ এনেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি৷ দাবি করেছিলেন, ২০২৪ সালে হরিয়ানায় যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে কেন্দ্রীয় ভাবে সিস্টেম্যাটিক ভোটচুরি করা হয়৷ অন্যতম উদাহরণ হিসাবে তুলে ধরা হয়েছিল এক ব্রাজিলীয় মডেলের ছবি সংবলিত ভোটার কার্ডের ছবি৷ যে ছবি ব্যবহার করে ১০ ভিন্ন বুথ থেকে ভোট ২২ বার ভোট দেওয়া হয়েছে৷ কখনও তার নাম হয়েছে সুইটি, কখনও সীমা, কখনও বা সরস্বতী৷

advertisement

এহেন অভিযোগ সামনে আসার পরেই বৃহস্পতিবার এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন স্বয়ং ওই মডেল৷ গোটা বিষয়টি ঘিরেই যারপরনাই অবাক হয়েছেন তিনি৷

রাহুল গান্ধির ভিডিয়োয় যে ব্রাজিলীয় মডেলের ছবি দেখানো হয়েছে, তাঁর নাম ল্যারিসা নেরি৷ বর্তমানে তাঁর ছবি সংবলিত ভোটার কার্ডের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ ওই মডেল জানিয়েছেন, পেশায় তিনি হেয়ারড্রেসার৷ ওই ছবিটি তিনি ৮বছর আগে তুলেছিলেন৷ সেই সময় তাঁর বয়স ছিল বছর কুড়ি৷

advertisement

আরও পড়ুন : বিহার ভোটের আগে ‘Gen Z’-কে বিশেষ বার্তা রাহুলের! ‘জঙ্গলরাজ’ মনে করিয়ে বার্তা দিলেন অমিত শাহ-ও

পতুর্গিজ ভাষায় বলা একটি ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘‘বন্ধুরা, ওরা আমার পুরনো ছবি ব্যবহার করছে৷ আমার তখন ১৮-২০ বছর বয়স ছিল৷ আমি জানি না, এটা মনে হয় ভারতের কোনও নির্বাচন, বা ভোটের ব্যপার স্যাপারআমায় ওরা ভারতীয় হিসাবে দেখিয়েছে, সম্ভবত কোনও জালিয়াতি হয়েছে৷ কী অদ্ভুত পাগলামো, অদ্ভুতুড়ে ব্যাপার, আমরা কোন বিশ্বে বাস করি?’’

advertisement

ওই মহিলা জানিয়েছেন, তাঁর ছবি ভাইরাল হওয়ার পর থেকেই সংবাদমাধ্যমের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে চলেছে৷ তিনি বলেন, ‘‘একজন রিপোর্টার আমাকে ফোন করেছিল, আমার স্যালঁ, আমার কাজ সম্পর্কে সাক্ষাৎকার নিতে চাইছিল৷ আমি উত্তর দিইনি৷ উনি আমায় ইনস্টাগ্রামে খুঁজে পান৷’’

advertisement

আরও পড়ুন : ‘বিহার ভোট থেকে নজর ঘোরানোর কৌশল,’ রাহুল গান্ধির ভোটচুরির অভিযোগে প্রতিক্রিয়া বিজেপির

এরমধ্যে ওই ব্রাজিলীয় মডেলের ছবি সংবলিত একটি ভোটার কার্ডের ভোটারের সঙ্গে যোগাযোগ করেছিল CNN-News18পিঙ্কি জুগিন্দার কৌশিক নামে ওই মহিলার নাম সাংবাদিক বৈঠকে উল্লেখ করেছিলেন রাহুল৷ সেই পিঙ্কির সঙ্গে কথা বলে CNN-News18 জানতে পারে, ‘‘হ্যাঁ, আমিই আমার ভোট দিতে গিয়েছিলাম গ্রামের স্কুলে৷ নাম ঠিক ছিল৷ কিন্তু আমার ছবি ভুল ছিল৷ ওরা অন্য কার ছবি দিয়ে দিয়েছিল৷ যাই হোক, আমি ভোট দিয়েছিআমায় কেউ ভোট দিতে জোর দেয়নি৷ আমি স্লিপদেখিয়ে ভোট দিয়েছি৷’’

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi: রাহুলের ভোটচুরির অভিযোগে সামনে ব্রাজিলীয় মডেলের ছবি, ‘এটা কী পাগলামো..,’ অবশেষে এল প্রতিক্রিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল