TRENDING:

Rahul Gandhi Visits Lakhimpur: পুলিশের সঙ্গে বচসা, নাটক! নিজের শর্তেই লখিমপুরের পথে রাহুল গান্ধি

Last Updated:

রাহুল সহ অন্যান্য বিরোধী নেতাদের লখিমপুর যেতে বাধা দিলে যে আখেড়ে বিরোধীদেরই লাভ, সেটা সম্ভবত বুঝতে পেরেছিলেন যোগী আদিত্যনাথ সহ বিজেপি নেতৃত্ব (Rahul Gandhi Visits Lakhimpur)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনউ: প্রিয়াঙ্কা গান্ধিকে লখিমপুর খেরি (Lakhimpur Kheri) যেতে বাধা দিয়েছিল পুলিশ৷ রাহুল গান্ধিকে (Rahul Gandhi Visits Lakhimpur) অনুমতি দিলেও তিনি লখনউ বিমানবন্দরে পৌঁছনো মাত্রই চলল একপ্রস্ত নাটক৷ শেষ পর্যন্ত অবশ্য পুলিশের শর্ত না মেনে নিজের ইচ্ছে মতো রুটেই লখিমপুর খেরিতে রওনা দিলেন কংগ্রেস নেতা৷
এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রমন্ত্রী (Union Minister of State for Home) অজয় কুমার মিশ্রার (Ajay Kumar Mishra) ইস্তফা চেয়ে তিনি বলেন, "এই পরিবারগুলি ন্যায় বিচার পাবে না, যতক্ষণ না পর্যন্ত মন্ত্রী পদত্যাগ করছেন ৷ তিনি যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী, তাই তিনি থাকলে নিরপেক্ষ বিচার সম্ভব নয়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রমন্ত্রী (Union Minister of State for Home) অজয় কুমার মিশ্রার (Ajay Kumar Mishra) ইস্তফা চেয়ে তিনি বলেন, "এই পরিবারগুলি ন্যায় বিচার পাবে না, যতক্ষণ না পর্যন্ত মন্ত্রী পদত্যাগ করছেন ৷ তিনি যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী, তাই তিনি থাকলে নিরপেক্ষ বিচার সম্ভব নয়।
advertisement

এ দিন রাহুল গান্ধি (Rahul Gandhi) যে লখিমপুর যাবেন, তা আগে থেকেই জানিয়েছিল কংগ্রেস৷ রাহুল সহ অন্যান্য বিরোধী নেতাদের লখিমপুর (Lakhimpur Kheri) যেতে বাধা দিলে যে আখেড়ে বিরোধীদেরই লাভ, সেটা সম্ভবত বুঝতে পেরেছিলেন যোগী আদিত্যনাথ সহ বিজেপি নেতৃত্ব৷ এ দিন তাই রাহুলকে বাধা না দিলেও বিমানবন্দরে নামা মাত্রই তাঁকে নিজেদের ঘেরাটোপে লখিমপুরে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয় উত্তর প্রদেশ পুলিশ (Uttar Pradesh)৷ নিজেদের গাড়িতেই তাঁরা রাহুলকে লখিমপুরে নিয়ে যাবেন বলে জানান পুলিশ কর্তারা৷ বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে রাহুলকে বাইরে নিয়ে যাওয়ার প্রস্তাবও দেওয়া হয়৷

advertisement

আরও পড়ুন: অনুমতি পেল তৃণমূল, আমরা কেন পাব না! যোগীরাজ্যের হটস্পটে পা রাখতে চেয়ে প্রশ্ন রাহুলের

যদিও পুলিশের কোনও শর্তই মানতে চাননি রাহুল৷ তিনি পাল্টা প্রশ্ন তোলেন, কোন আইনে তাঁকে নিজের ইচ্ছে মতো রুটে লখিমপুর পৌঁছতে বাধা দিচ্ছে পুলিশ৷ জবাবে পুলিশ কর্তারা যুক্তি দেন, সাধারণ মানুষের যাতে হয়রানি না হয়, সেই কারণেই এই ব্যবস্থা করা হয়েছে৷ যদিও পুলিশের এই শর্ত মানতে রাজি হননি রাহুল গান্ধি৷ রাহুলের সঙ্গে ছিলেন পঞ্জাবের এবং ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং চরণজিৎ সিং চান্নি৷ তাঁরাও পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন৷

advertisement

রাহুল গান্ধি অভিযোগ করেন, 'আমি নিজের নিরাপত্তা সংক্রান্ত প্রোটোকল জানি৷ এদের কিছু একটা পরিকল্পনা আছে৷ আমাকে কয়েদির মতো পুলিশের গাড়িতে বসিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে৷'

পুলিশের শর্ত মানতে নারাজ রাহুল গান্ধি বেশ কিছুক্ষণ ধরে বিমানবন্দরেই ধরনায় বসে থাকেন৷ এর পর একরকম বাধ্য হয়েই রাহুলকে নিজস্ব গাড়িতেই লখিমপুর যাওয়ার অনুমতি দেয় পুলিশ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

সূত্রের খবর রাহুল প্রথমেই লখিমপুর যাবেন না৷ আগে তিনি এলআরপি গেস্ট হাউসে গিয়ে বোন প্রিয়াঙ্কা গান্ধির সঙ্গে দেখা করবেন৷ তার পর তাঁকে নিয়েই লখিমপুরে নিহত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন রাহুল৷ রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি সহ মোট পাঁচ জনকে লখিমপুর যাওয়ার অনুমতি দিয়েছে যোগী আদিত্যনাথের প্রশাসন৷ পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলেরও সর্বাধিক পাঁচ জন করে সদস্যকে লখিমপুর যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi Visits Lakhimpur: পুলিশের সঙ্গে বচসা, নাটক! নিজের শর্তেই লখিমপুরের পথে রাহুল গান্ধি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল