TRENDING:

Rahul Gandhi Speech: সাংসদ পদ খোয়ানোর পরই এমন কাণ্ড! এ কী বলে বসলেন রাহুল গান্ধি! দেশজুড়ে ফের বিতর্ক

Last Updated:

Rahul Gandhi Speech: সাংবাদিক বৈঠক চলাকালীন, যখন একজন সাংবাদিক তাকে 'মোদি' বিষয়ে মানহানির মামলায় দোষী সাব্যস্ত করার বিষয়ে প্রশ্ন করেন, রাহুল গান্ধি তখনই কটাক্ষ করে ওই সাংবাদিককে বলেন, "সাংবাদিক হওয়ার ভান করবেন না। কেন, হাওয়া বেরিয়ে গেল!"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: সাংসদ পদ খারিজ হয়ে গিয়েছে রাহুল গান্ধির। প্রবল বিতর্কের মধ্যে শনিবার সাংবাদিক সম্মেলনেও সাময়িকভাবে মেজাজ হারালেন। এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, ওবিসি বা পিছিয়ে পড়া মানুষের সমালোচনা করার জন্যই তাঁকে আইনত সাজা দেওয়া হয়েছে কিনা। ওবিসি ইস্যুতে সরাসরি প্রশ্নে কিছুটা হলেও ক্ষেপে যান রাহুল গান্ধি। তিনি সরাসরি সেই সাংবাদিককে বিজেপির মুখপাত্র বলেও সম্বোধন করেন। পাশাপাশি সেই সাংবাদিকদের সরাসরি বিজেপির হয়ে কাজ করার পরামর্শ দেন। রাহুল গান্ধি বলেন , সাংবাদিক যদি বুক চিতিয়ে বলেন তিনি বিজেপির হয়ে কাজ করছেন তাহলেই তিনি প্রশ্নের উত্তর দেবেন।
ফের বিতর্কে রাহুল গান্ধি
ফের বিতর্কে রাহুল গান্ধি
advertisement

সাংবাদিক বৈঠক চলাকালীন, যখন একজন সাংবাদিক তাকে 'মোদি' বিষয়ে মানহানির মামলায় দোষী সাব্যস্ত করার বিষয়ে প্রশ্ন করেন, রাহুল গান্ধি তখনই কটাক্ষ করে ওই সাংবাদিককে বলেন, "সাংবাদিক হওয়ার ভান করবেন না। কেন, হাওয়া বেরিয়ে গেল!"

আরও পড়ুন: একা কংগ্রেস নয়, রাহুলের সাংসদ পদ বাতিল হতেই বদলে গেল কেজরীওয়ালের অবস্থানও

সাংবাদিক রাহুল গান্ধীকে জিজ্ঞাসা করেছিলেন , 'রাহুল গান্ধি ওবিসিদের অপমান করেছেন। এটাই বলছে বিজেপি। এই নিয়ে আপনার প্রতিক্রিয়া কী?' এই সোজা প্রশ্নের উত্তর দিতে গিয়েই মেজাজ হারান রাহুল। তিনি বলেন, 'ওই দিক থেকে একই প্রশ্ন করেছিলেন একজন। তারপর আপনি আবারও সরাসরি একই প্রশ্ন করছেন আমার বিপরীতে দাঁড়িয়ে।' রাহুল বলে ওঠেন 'আপনি সরাসরি বিজেপির হয়ে কাজ করছেন না কেন? আপনি কি বিজেপির থেকে কোনও নির্দেশ পেয়েছেন।' রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন রাহুল গান্ধি। তবে দ্রুত নিজেকে সামলেও নেন সাংসদ পদ খোয়ানো রাহুল।

advertisement

আরও পড়ুন: নীলাদ্রি নেহাত ছোট কেউ নয়, এবার বেরোবে বিরাট সত্য? নিয়োগ দুর্নীতিতে বড় পর্দাফাঁস

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

রাহুলের সংযোজন, ''আমি আপনাকে একটি উদাহরণ দিই, আপনি যদি বিজেপির হয়ে কাজ করতে চান, তাহলে এখানে একটি বিজেপির প্রতীক (ব্যাজ) পরুন এবং আপনার বুকে রাখুন। তারপর আমি তাদের যেভাবে উত্তর দেব সেভাবে আপনাকেও উত্তর দেব। শুধু একজন সাংবাদিক হওয়ার ভান করবেন না।'' রাহুল গান্ধির সাংবাদিকদের ধমক দেওয়ার এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। অনেকেই বলছেন, রাহুল গান্ধি সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করেন। কিন্তু সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপিকে আক্রমণ করেন। এর আগে আমেঠিতেও রাহুল গান্ধি একই কাজ করেছিলেন বলেও জানিয়েছে নেটিজেনরা। তবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করতে পিছপা হননি কংগ্রেস নেতা। কটাক্ষের সুরে বলেন, ''প্রধানমন্ত্রী আমার পরবর্তী ভাষণে ভীত হওয়ায় আমাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। তাঁর চোখে ভয় দেখেছি। এই কারণেই তারা চায় না আমি সংসদে কথা বলি।'' রাহুল গান্ধি আরও বলেন, বিজেপি নেতারা তাঁকে ক্ষমা চাওয়ার জন্য জোর দিয়েছিলেন। কিন্তু তিনি জানিয়েছেন 'আমি সাভারকার নই, আমি গান্ধি, গান্ধিরা ক্ষমা চায় না।'

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi Speech: সাংসদ পদ খোয়ানোর পরই এমন কাণ্ড! এ কী বলে বসলেন রাহুল গান্ধি! দেশজুড়ে ফের বিতর্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল