TRENDING:

ভোটে জিতলে নীতি আয়োগ থাকবে না, ফিরবে যোজনা কমিশন, টুইটারে সরব রাহুল গান্ধির

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ২০১৯ এর লোকসভার নির্বাচনী প্রচার তুঙ্গে। এই অবস্থায় ফের তাঁদের পরিকল্পনা নিয়ে একটি ঘোষণা করলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধি। শুক্রবার একটি টুইট করে তিনি জানান, ক্ষমতায় এলে নীতি আয়োগকে সরিয়ে যোজনা কমিশনকে ফিরিয়ে আনা হবে। তিনি বলেন, নীতি আয়োগের কোনও উপযোগিতা নেই, শুধু প্রধানমন্ত্রীর হয়ে বিজ্ঞাপন করে। যোজনা কমিশনে থাকবে একশোরও কম সদস্য। সদস্যপদ পাবেন শুধু অর্থনীতির বিশেষজ্ঞরা।
advertisement

তিনি টুইটারে লেখেন,

রাহুল গান্ধি আরও জানান, কংগ্রেস খুব শীঘ্রই ইস্তেহার প্রকাশ করবে। সেই ইস্তেহারের মুল লক্ষ্যই হবে দেশের চাকরির অবস্থার উন্নতির সাধন। শিক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করা। পাশাপাশি দেশের কৃষি ব্যবস্থাকে শাক্তিশালী করা। ক্ষুদ্র ব্যবসায়ী সংস্থার প্রসারের কথাও বলেন রাহুল গান্ধি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

তৃণমূলের ইস্তাহারে বলা হয়েছে, ‘নীতি আয়োগ’-এর বদলে ‘প্ল্যানিং কমিশন’ ব্যবস্থা ফিরিয়ে আনা হবে। এ প্রসঙ্গে মমতা বলেন, ‘‘নেতাজির ভাবনায় তৈরি প্ল্যানিং কমিশন’ তুলে দিয়েছে মোদী সরকার। আমিও দু’একটা বৈঠকে গিয়েছি। এই নীতি আয়োগ-এ কোনও কাজ হয় না।’’ তাঁর ব্যাখ্যা, নীতি আয়োগের অর্থ বরাদ্দের কোনও ক্ষমতা নেই। তাই তা কোনওভাবেই কার্যকর নয়।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ভোটে জিতলে নীতি আয়োগ থাকবে না, ফিরবে যোজনা কমিশন, টুইটারে সরব রাহুল গান্ধির