তিনি টুইটারে লেখেন,
রাহুল গান্ধি আরও জানান, কংগ্রেস খুব শীঘ্রই ইস্তেহার প্রকাশ করবে। সেই ইস্তেহারের মুল লক্ষ্যই হবে দেশের চাকরির অবস্থার উন্নতির সাধন। শিক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করা। পাশাপাশি দেশের কৃষি ব্যবস্থাকে শাক্তিশালী করা। ক্ষুদ্র ব্যবসায়ী সংস্থার প্রসারের কথাও বলেন রাহুল গান্ধি।
advertisement
তৃণমূলের ইস্তাহারে বলা হয়েছে, ‘নীতি আয়োগ’-এর বদলে ‘প্ল্যানিং কমিশন’ ব্যবস্থা ফিরিয়ে আনা হবে। এ প্রসঙ্গে মমতা বলেন, ‘‘নেতাজির ভাবনায় তৈরি প্ল্যানিং কমিশন’ তুলে দিয়েছে মোদী সরকার। আমিও দু’একটা বৈঠকে গিয়েছি। এই নীতি আয়োগ-এ কোনও কাজ হয় না।’’ তাঁর ব্যাখ্যা, নীতি আয়োগের অর্থ বরাদ্দের কোনও ক্ষমতা নেই। তাই তা কোনওভাবেই কার্যকর নয়।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 29, 2019 11:28 PM IST