TRENDING:

Rahul Gandhi on Arvind Kejriwal arrest: 'মুখের মতো জবাব দেবে ইন্ডিয়া!' কেজরীওয়ালের গ্রেফতারির পর হুঙ্কার রাহুলের

Last Updated:

এ দিন আবগারি দুর্নীতি কাণ্ডে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালকে গ্রেফতার করেছে ইডি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: অরবিন্দ কেজরীওয়ালের গ্রেফতারির তীব্র প্রতিক্রিয়া দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাহুল গান্ধি দাবি করেছেন, ‘ইন্ডিয়া এ সবেরই মুখের মতো জবাব দেবে৷’
কেজরীওয়ালের পাশে রাহুল গান্ধি৷
কেজরীওয়ালের পাশে রাহুল গান্ধি৷
advertisement

এ দিন আবগারি দুর্নীতি কাণ্ডে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালকে গ্রেফতার করেছে ইডি৷ এ দিন দিল্লি হাইকোর্ট অরবিন্দ কেজরীওয়ালের আগাম জামিনের আর্জি নাকচ করার পরই দ্রুত পদক্ষেপ করে ইডি৷ কেজরীওয়ালের বাসভবনে তল্লাশি করে ইডি৷ প্রায় দু ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়৷

advertisement

এর পরই এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধি লেখেন, ‘একজন ভীত একনায়ক, একটি মৃত গণতন্ত্রকে তৈরি করতে চাইছেন৷ সংবাদমাধ্যম সহ বিভিন্ন সংস্থাকে কব্জা করে,বিরোধী দলগুলিকে ভাঙা, সংস্থাগুলির থেকে তোলা আদায়, প্রধান বিরোধী দলের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েও অসুরীয় শক্তির জন্য যথেষ্ট ছিল না৷ এবার নির্বাচিত মুখ্যমন্ত্রীদের গ্রেফতার করাও জলভাত হয়ে গিয়েছে৷ ইন্ডিয়া এর মুখের মতো জবাব দেবে৷’

advertisement

আরও পড়ুন: ইডির হাতে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল! রাতেই সুপ্রিম কোর্টে আপ

একা রাহুল গান্ধি নন, কেজরীওয়াল গ্রেফতার হওয়ার পর তার তীব্র বিরোধিতা করেছে তৃণমূল সহ বিভিন্ন বিরোধী দলগুলি৷ সবারই দাবি, ভোটের আগে ভয় পেয়েই বিরোধী শিবিরের নেতাদের এ ভাবে গ্রেফতার করা হচ্ছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

কেজরীওয়ালের গ্রেফতারির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে দ্রুত শুনানি চেয়ে আবেদন করে আপ৷ যদিও বৃহস্পতিবার রাতে সেই শুনানি হচ্ছে না৷ এর আগে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকেও এই একই মামলায় গ্রেফতার করে ইডি৷ আপ-এর দাবি, কেজরীওয়াল যাতে নির্বাচনে প্রচার করতে না পারেন, তা নিশ্চিত করতেই তাঁকে গ্রেফতার করানো হয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi on Arvind Kejriwal arrest: 'মুখের মতো জবাব দেবে ইন্ডিয়া!' কেজরীওয়ালের গ্রেফতারির পর হুঙ্কার রাহুলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল