TRENDING:

Rahul Gandhi on Arvind Kejriwal arrest: 'মুখের মতো জবাব দেবে ইন্ডিয়া!' কেজরীওয়ালের গ্রেফতারির পর হুঙ্কার রাহুলের

Last Updated:

এ দিন আবগারি দুর্নীতি কাণ্ডে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালকে গ্রেফতার করেছে ইডি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: অরবিন্দ কেজরীওয়ালের গ্রেফতারির তীব্র প্রতিক্রিয়া দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাহুল গান্ধি দাবি করেছেন, ‘ইন্ডিয়া এ সবেরই মুখের মতো জবাব দেবে৷’
কেজরীওয়ালের পাশে রাহুল গান্ধি৷
কেজরীওয়ালের পাশে রাহুল গান্ধি৷
advertisement

এ দিন আবগারি দুর্নীতি কাণ্ডে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালকে গ্রেফতার করেছে ইডি৷ এ দিন দিল্লি হাইকোর্ট অরবিন্দ কেজরীওয়ালের আগাম জামিনের আর্জি নাকচ করার পরই দ্রুত পদক্ষেপ করে ইডি৷ কেজরীওয়ালের বাসভবনে তল্লাশি করে ইডি৷ প্রায় দু ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়৷

advertisement

এর পরই এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধি লেখেন, ‘একজন ভীত একনায়ক, একটি মৃত গণতন্ত্রকে তৈরি করতে চাইছেন৷ সংবাদমাধ্যম সহ বিভিন্ন সংস্থাকে কব্জা করে,বিরোধী দলগুলিকে ভাঙা, সংস্থাগুলির থেকে তোলা আদায়, প্রধান বিরোধী দলের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েও অসুরীয় শক্তির জন্য যথেষ্ট ছিল না৷ এবার নির্বাচিত মুখ্যমন্ত্রীদের গ্রেফতার করাও জলভাত হয়ে গিয়েছে৷ ইন্ডিয়া এর মুখের মতো জবাব দেবে৷’

advertisement

আরও পড়ুন: ইডির হাতে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল! রাতেই সুপ্রিম কোর্টে আপ

একা রাহুল গান্ধি নন, কেজরীওয়াল গ্রেফতার হওয়ার পর তার তীব্র বিরোধিতা করেছে তৃণমূল সহ বিভিন্ন বিরোধী দলগুলি৷ সবারই দাবি, ভোটের আগে ভয় পেয়েই বিরোধী শিবিরের নেতাদের এ ভাবে গ্রেফতার করা হচ্ছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

কেজরীওয়ালের গ্রেফতারির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে দ্রুত শুনানি চেয়ে আবেদন করে আপ৷ যদিও বৃহস্পতিবার রাতে সেই শুনানি হচ্ছে না৷ এর আগে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকেও এই একই মামলায় গ্রেফতার করে ইডি৷ আপ-এর দাবি, কেজরীওয়াল যাতে নির্বাচনে প্রচার করতে না পারেন, তা নিশ্চিত করতেই তাঁকে গ্রেফতার করানো হয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi on Arvind Kejriwal arrest: 'মুখের মতো জবাব দেবে ইন্ডিয়া!' কেজরীওয়ালের গ্রেফতারির পর হুঙ্কার রাহুলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল