TRENDING:

কংগ্রেস সভাপতি পদে আনুষ্ঠানিক ভাবে ইস্তফা দিলেন রাহুল গান্ধি

Last Updated:

লোকসভা নির্বাচনে হারের পর থেকেই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির পদত্যাগ ঘিরে জল্পনা চলছিল। রাহুল একাধিকবার জানিয়েছেন দলের সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কংগ্রেস সভাপতি পদে আনুষ্ঠানিক ভাবে ইস্তফা দিলেন রাহুল গান্ধি৷ ট্যুইটারে তিনি ইস্তফাপত্রটি ট্যুইট করেছেন৷ রাহুল লিখেছেন, 'কংগ্রেস দলের জন কাজ করা আমার কাছে অত্যন্ত সম্মানের৷'
advertisement

লোকসভা নির্বাচনে হারের পর থেকেই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির পদত্যাগ ঘিরে জল্পনা চলছিল। রাহুল একাধিকবার জানিয়েছেন দলের সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি৷ কিন্তু সেই ইস্তফা গৃহীত হয়নি কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে। কংগ্রেসের অনেক প্রবীণ নেতাও তাঁর ইস্তফার  বুধবার এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে রাহুল ফের নিজের অবস্থান স্পষ্ট করলেন। এদিন তিনি বলেন, 'আমি আর কংগ্রেস সভাপতি নই, নতুন সভাপতি নিয়ে তাড়াতাড়ি সিদ্ধান্তে আসুক দল।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সংবাদসংস্থা এএনআই-কে রাহুল বলেন, 'আর দেরি না করে বিকল্প নিয়ে অবিলম্বে সিদ্ধান্তে আসা দরকার দলের। আমি আমার ইস্তফা জমা দিয়ে দিয়েছি। এখন আর দলের সভাপতি নই। সিডব্লিউসি-র অবিলম্বে বৈঠক ডেকে নতুন সভাপতি নিয়োগ করা উচিত।'

বাংলা খবর/ খবর/দেশ/
কংগ্রেস সভাপতি পদে আনুষ্ঠানিক ভাবে ইস্তফা দিলেন রাহুল গান্ধি