মৃতদের পরিবারকে সাহায্যের আশ্বাস দিয়েছেন রাহুল গান্ধী। কীভাবে এই ঘটনা ঘটল, সেই বিষয়েও জানার চেষ্টা করেন রাহুল। উল্লেখ্য, হাথরসে ‘সৎসঙ্গ’ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১২১ জনের। মৃতদের বেশিরভাগই শিশু এবং মহিলা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবার ‘চরণরাজ’ বা চরণধুলি স্পর্শ করতে গিয়েই এমন ঘটনা ঘটেছে। এদিকে ঘটনার পর থেকেই বেপাত্তা রয়েছেন সেই বিতর্কিত ভোলে বাবা।
advertisement
বৃহস্পতিবারই এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ৬ জনের মধ্যে ২ জন মহিলা এবং ৪ জন পুরুষ। ধৃতরা সৎসঙ্গের স্বেচ্ছাসেবী ছিলেন বলেই সূত্রের খবর। আলিগড় রেঞ্জের পুলিশ আইজি, শলভ মাথুর জানিয়েছেন, প্রধান অভিযুক্ত দেবপ্রকাশ মধুকর এখনও পলাতক। পুলিশ তাঁকে ধরিয়ে দেওয়ার জন্য ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। তার বিরুদ্ধে একটি জামিন অযোগ্য ধারায় পরোয়ানাও জারি করা হবে।