বোম্বে হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন অসুস্থ ব্যক্তিদের সঙ্গে দেখা করেন রাহুল৷ রোগীদের মধ্যে অনেকের অবস্থাই এখনও সঙ্কটজনক৷ পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন কংগ্রেস সাংসদ৷
এরপরে ভগীরথপুরে গিয়েও দূষণ কাণ্ডে ধ্বস্ত পরিবারের সঙ্গে দেখা করেছেন তিনি৷ কথাও বলেন, শোনেন তাঁদের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা৷ তারপর ইনদওর বিমানবন্দর থেকে বিমানে রওনা দেন দিল্লির উদ্দেশে৷
advertisement
গান্ধির ইনদওর সফরের মধ্যে এ নিয়ে প্রতিক্রিয়া জানান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব৷ বলেন, ‘‘রাহুল গান্ধির উচিত এখন কর্ণাটকে যাওয়া, যেখানে ওদের দলের সরকার রয়েছে৷ ওখানে ২০ জন মানুষ মারা গিয়েছেন৷ হায়দরাবাদ নিয়ে তো কোনও উদ্বেগ দেখাচ্ছেন না রাহুল? কংগ্রেসের শাসনকালে গ্যাস কাণ্ডের সময় ভোপালে হাজার হাজার মানুষ মারা গিয়েছিল৷’’ ভগীরথপুরার ঘটনাকে রাজনৈতিক কারণে রাহুল গান্ধি ব্যবহার করছেন বলে অভিযোগ করেন মোহন যাদব৷
অন্যদিকে, মধ্যপ্রদেশ কংগ্রেসের সভাপতি জিতু পতওয়ারি দাবি করেছন, দূষিত জল খেয়ে ২৪ জন মানুষ মারা গিয়েছেন, ৮-১০ জনের অবস্থা এখনও সঙ্কটজনক৷
আরও পড়ুন: বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির, লখনউ ছুঁয়ে দিল্লি! হাওড়া পেল দিল্লি যাওয়ার দারুণ ট্রেন
পতওয়ারি জানিয়েছেন, এই জলদূষণ সমস্যার সমাধান নিয়ে রাহুল গান্ধির সঙ্গে আলোচনা করে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা করার চিন্তাভাবনা করছেন তাঁরা৷
মধ্যপ্রদেশের ইনদওর৷ কেন্দ্রীয় পরিসংখ্যানের নিরিখে দেশের অন্যতম পরিচ্ছন্ন শহর৷ সেই শহরেই কি না, দূষিত পানীয় জল সেবনের জেরে ১৫ জন নাগরিকের মৃত্যুর খবর সামনে আসে৷ অসুস্থ হন প্রায় ১,১০০ জন মানুষ৷ ঘটনার জেরে প্রশ্নের মুখে পড়ে সে রাজ্যের তথা সরকার৷
