এফআইআর থেকেই জানা গিয়েছে পুলিশের কাছে ঘটনার খবর পৌঁছায় রাত ১২:৪১ নাগাদ । কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ১:১২০ নাগাদ । এই প্রসঙ্গেই শাসকদলকে বিঁধেছেন রাহুল ।
একটি টুইটে এই খবরটি প্রকাশ করে তিনি লিখেছেন এটাই মোদির 'নতুন ভারত' যেখানে মানবিকতার জায়গা নিয়েছে বিদ্বেষ ও এখানে মানুষকে এইভাবেই মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয় ।
advertisement
এদিন সুপ্রিম কোর্টও আলওয়ারের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজস্থান সরকারের বিরুদ্ধে অবমাননার মামলা শুনতে সম্মতি দিয়েছে । মামলার শুনানির দিন ২৮ অগস্ট স্থির হয়েছে ।
Location :
First Published :
July 23, 2018 2:34 PM IST