মোদি পদবি নিয়ে মন্তব্য করে আদালতের নির্দেশে সাংসদ পদ খোয়াতে হয়েছিল রাহুল গান্ধিকে। শেষমেশ সুপ্রিম কোর্টের নির্দেশে ফিরে পান সাংসদ পদ। সংসদে ফেরার পরে পরেই এবার নতুন এক বিতর্কে জড়ালেন কংগ্রেস সাংসদ। বুধবার তাঁর বিরুদ্ধে অধিবেশনে অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্কের সময়েই মন্ত্রী স্মৃতি ইরানি রাহুলের বিরুদ্ধে অভিযোগ আনলেন, তিনি মহিলা সাংসদদের লক্ষ্য করে ‘ফ্লাইং কিস’ ছুড়েছেন!
advertisement
আরও পড়ুন: রাতে ছটফট করে মরল দুটি ছাগল, সকালে গোয়ালঘরে ঢুকতেই আঁতকে উঠলেন বাড়ির মালিক
রাহুলের নাম না করে স্মৃতি বলেন, ”আমার আগে যিনি বললেন তিনি শালীনতা লঙ্ঘন করেছেন। একজন নারীবিদ্বেষী মানুষই পারেন কোনও মহিলা সাংসদের দিকে চুমু ছুড়তে। যাতে বোঝা যায় তিনি কোন ‘খানদান’ থেকে এসেছেন। এবং তাঁর পরিবার ও দল মহিলাদের সম্পর্কে কী ধারণা পোষণ করে।”
আরও পড়ুন: ৪ শিক্ষক গ্রেফতার, এবার ৭ শিক্ষক সিবিআই-এর সামনে! ফের জল্পনা
এদিন লোকসভায় অনাস্থা প্রস্তাবের বিতর্কে অংশ নিয়ে ভাষণের শুরুতেই ‘এক দো গোলে মারুঙ্গা, জাদা নেহি।’ বলে বক্তব্য শুরু করেন রাহুল। তাঁর কথায়, ”প্রথমেই আমি আমাকে লোকসভার সদস্যপদ ফিরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানাব।” রাহুলের বক্তব্যের শুরুতেই ট্রেজারি বেঞ্চ থেকে হইহল্লা শুরু করে দেয় বিজেপি শিবির। রাহুলের ভাষণের সময় বারবার উত্তপ্ত হয়ে ওঠে লোকসভার পরিস্থিতি।
যদিও রাহুলের ফ্লাইং কিস বিতর্ক এখানেই থেমে থাকেনি, স্মৃতি ওই অভিযোগ করার পরেই বিজেপির মহিলা সাংসদেরা লোকসভার স্পিকার ওম বিড়লার ঘরে গিয়ে রাহুলের বিরুদ্ধে ওই মর্মে অভিযোগ করেন। বিজেপির মহিলা সাংসদদের নিয়ে স্পিকারের ঘরে গিয়েছিলেন কৃষি প্রতিমন্ত্রী শোভা করণদাজে। রাহুলকে নারীবিদ্বেষী বলে আক্রমণ শানান বিজেপির মহিলা সাংসদরা।