TRENDING:

ওয়ানাডে মনোনয়ন জমা দিলেন রাহুল, প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে মেগা রোড শো

Last Updated:

বৃহস্পতিবার বেলা পৌনে ১২টা নাগাদ রোড শো করে মনোনয়ন জমা দেন রাহুল৷ রোড শো ঘিরে কংগ্রেস কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ওয়ানাড: লোকসভা ভোটে লড়ার জন্য কেরলে মনোনয়নপত্র পেশ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি৷ বোন প্রিয়াঙ্কা গান্ধিকে সঙ্গে নিয়ে ওয়ানাড থেকে মনোনয়নপত্র জমা দিলেন রাহুল৷ ওয়ানাড ও অমেঠি থেকে ভোটে লড়ছেন রাহুল৷ মনোনয়ন জমা দিয়ে মেগা রোড শো করছেন রাহুল ও প্রিয়াঙ্কা৷
advertisement

বৃহস্পতিবার বেলা পৌনে ১২টা নাগাদ রোড শো করে মনোনয়ন জমা দেন রাহুল৷ রোড শো ঘিরে কংগ্রেস কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো৷ ২০০৯ সাল থেকে এই আসনে শুরু হয় ভোটের লড়াই৷ কংগ্রেসের অন্যতম শক্তিশালী ঘাঁটি হিসেবেই পরিচিত ওয়ানাড৷ রাহুলের বিরুদ্ধে ওয়ানাডে প্রার্থী দেয়নি বিজেপি৷ ওই কেন্দ্রে এনডিএ শরিক নেতা তুষার ভেল্লাপল্লি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
টাকা খরচ করে রাজস্থান ছুটতে হবে না! বাংলায় বসেই দেখুন ঐতিহ্যবাহী শিশ মহল
আরও দেখুন

২০০৯ এবং ২০১৪ সালে কংগ্রেস নেতা এমআই শানাওয়াজ এই আসন থেকে জিতেছিলেন ৷ কিন্তু ২০১৮ সালে শানাওয়াজের মৃত্যুর পর থেকে কোনও কংগ্রেস নেতাই আসনটির হাল ধরেননি৷ কে হবে এই কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী ৷ সেই নিয়ে শুরু হয় জল্পনা ৷ অবশেষে, সমস্যার সমাধান ৷ এই আসনটি থেকে লড়তে চলেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ওয়ানাডে মনোনয়ন জমা দিলেন রাহুল, প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে মেগা রোড শো