TRENDING:

Rahul Gandhi ECI: ঠিক এক সপ্তাহ সময় দিল কমিশন! বিহারে ঝড় তুলবেন নাকি ক্ষমা চাইবেন? রাহুল গান্ধির দিকে তাকিয়ে দেশ

Last Updated:

Rahul Gandhi ECI: 'ভোটচুরি'র মতো আপত্তিকর শব্দ ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে নাম না করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তুলোধোনা করল নির্বাচন কমিশন। এবার কী হবে?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ‘ভোটচুরি’র মতো আপত্তিকর শব্দ ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে নাম না করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তুলোধোনা করল নির্বাচন কমিশন। এক সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে বলল কমিশন। অন্যথায় তাঁকে ক্ষমা চাইতে হবে। এ ছাড়া তৃতীয় কোনও পথ খোলা নেই। রবিবার দিল্লি থেকে সাংবাদিক বৈঠকে তা এমনটাই জানালেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
নাম না করে রাহুলকে তুলোধোনা কমিশনের
নাম না করে রাহুলকে তুলোধোনা কমিশনের
advertisement

বিহারে ভোটার তালিকার বিশেষ এবং নিবিড় সংশোধন (এসআইআর) শুরু করেছে নির্বাচন কমিশন। খসড়া তালিকা থেকে ৬৫ লক্ষ নাম বাদ গিয়েছে। তা নিয়ে এখন সরগরম রাজনীতি। এসআইআর নিয়ে দেশ জুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। এই বিতর্কের আবহে কংগ্রেস সাংসদ ‘ভোটচুরি’র অভিযোগ তুলেছেন। রবিবার থেকে বিহারে ‘ভোটার অধিকার যাত্রা’ শুরু করেছেন তিনি। ১৬ দিন ব্যাপী চলবে এই কর্মসূচি। রাহুলের কর্মসূচি শুরুর দিনেই দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে নিজেদের অবস্থান স্পষ্ট করল কমিশন।

advertisement

আরও পড়ুন: তৃণমূলের ‘মৃত্যুঘণ্টা’ বাজানোর হুঙ্কার শমিকের! দাবি, ‘সব বাধা গুঁড়িয়ে দিয়ে বাংলায় এসআইআর হবে’

রবিবার সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রাহুলকে নিশানা করে বললেন, ”কমিশনের ঘাড়ে বন্দুক রেখে জনগণকে নিশানা করে রাজনীতি চলছে। সাধারণ ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এভাবে মিথ্যাকে সত্যি করা যাবে না। কারও মিথ্যা অভিযোগে নির্বাচন কমিশন ভয় পায় না।”

advertisement

আরও পড়ুন: IIT এবং NIT-তে ভর্তি হতে কত খরচ হয়? BTech 2025 ভর্তি হওয়ার আগে জরুরি তথ্য জানুন

মুখ্য নির্বাচন কমিশনারের সাফ কথা, ”ভোটচুরির মতো আপত্তিকর শব্দ ব্যবহার করে দেশকে বিভ্রান্ত করা হচ্ছে। এটা সংবিধানের অপমান ছাড়া আর কিছু নয়। এই ধরনের এত নিখুঁত প্রক্রিয়ার পরও এত ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। এর উদ্দেশ্য কী বোঝাই যাচ্ছে।” জ্ঞানেশ কুমারের দাবি, ”নির্বাচন কমিশনের চোখে সবাই সমান। কোনও দলের প্রতি পক্ষপাতিত্ব করে না কমিশন।”

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi ECI: ঠিক এক সপ্তাহ সময় দিল কমিশন! বিহারে ঝড় তুলবেন নাকি ক্ষমা চাইবেন? রাহুল গান্ধির দিকে তাকিয়ে দেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল