প্রিয়াঙ্কার প্রশ্ন, "আমার দাদা, একজন শহিদের সন্তান, তাঁকে আপনারা মীরজাফর বলে সম্বোধন করো৷ আপনারা আমার মা-কে অপমান করো৷ আপনাদের মুখ্যমন্ত্রী বলেন রাহুল গান্ধি জানেন না তাঁর মা কে? আমাদের পরিবারকে আপনারা প্রত্য়েকদিন অপমান করেন৷ কিন্তু, তখন কোনও মামলা করা হয় না৷"
আরও পড়ুন:নামমাত্র খরচে ট্রেনে ঘুরে আসুন অসম-অরুণাচল! এসে গেল ভারত গৌরব ট্রেনের বিশেষ ট্যুর প্ল্যান
advertisement
কদিন আগেই সংসদের অধিবেশনে গান্ধি পরিবারকে তীব্র কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রশ্ন তুলেছিলেন, তাঁদের পরিবারের কেউ কেন এখন নেহরু পদবি ব্যবহার করেন না? এদিনের বক্তৃতায় সেই প্রসঙ্গও তোলেন প্রিয়াঙ্কা৷ বলেন, "আপনাদের প্রধানমন্ত্রী সংসদের ভরা অধিবেশনে প্রশ্ন তুলেছেন, কেন এই পরিবার নেহরু পদবি ব্যবহার করে না৷ একজন কাশ্মিরী পণ্ডিতের গোটা পরিবারকে উনি অপমান করেন৷ বাবা মারা যাওয়ার পরে তাঁর ছেলেরই তো দায়িত্ব, তাঁর পরিবারের পদবি বয়ে নিয়ে চলা৷"
আরও পড়ুন:EVM নিয়ে বিরোধীদের বৈঠক, অথচ সেখানে গেল না TMC, কেন? তুঙ্গে জল্পনা
এরপরেই সরাসরি মোদির বিরুদ্ধে প্রিয়াঙ্কার কটাক্ষ, "এই দেশের প্রধানমন্ত্রী ভিতু৷" কংগ্রেসের সাধারণ সম্পাদকের কথায়, যে মানুষটা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড, কেমব্রিজের মতো বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে এসেছেন, যিনি অর্থনীতিতে স্নাতকোত্তর, এমফিল, তাঁকে 'পাপ্পু' বলে সম্বোধন করা হয়৷ আর যখন দেখে, সেই পাপ্পুর সঙ্গে বৃষ্টি-বরফ উপেক্ষা করে লক্ষ লক্ষ মানুষ হেঁটে চলেছেন, তখন ওঁরা ঠিক করলেন, তাঁকে সংসদের বাইরেই পাঠিয়ে দেবেন, যাতে সে আর কোনও প্রশ্ন তুলতে না পারে৷
প্রিয়াঙ্কার দৃপ্ত মন্তব্য, "আমাদের পরিবার রক্ত দিয়ে এই দেশের গণতন্ত্র রক্ষা করেছে৷ এই দেশের গণতন্ত্র রক্ষা করার জন্য আমরা সবকিছু করতে প্রস্তুত৷"
২০১৯ এর একটি মামলায় গত বৃহস্পতিবারই রাহুল গান্ধিকে ২ বছরের কারাদণ্ড দেয় গুজরাতের সুরাতের একটি আদালত৷ কংগ্রেস নেতার বিরুদ্ধে অভিযোগ তিনি ওয়ানাদে ভোটপ্রচারে গিয়ে 'মোদি' পদবির অপমান করেছেন৷ এরপরেই গত শুক্রবার, রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ করার কথা ঘোষণা করা হয়৷ তারপর থেকেই রাহুল ইস্যুতে তপ্ত জাতীয় রাজনীতি৷