গত ১৯ জুন নিজের জন্মদিনে এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাহুল লেখেন, অনেকেই তাঁর কাছে সাদা টি শার্ট পরার কারণ জানতে চেয়েছেন৷ রাহুল লিখেছেন, সাদা রংয়ের এই টি শার্ট তাঁর কাছে স্বচ্ছতা, সহমর্মিতা এবং সারল্যের প্রতীক৷
আরও পড়ুন: লোকসভার প্রোটেম স্পিকার হলেন বিজেপির ভরত্রুহরি মেহতাব,রীতি ভাঙার অভিযোগ কংগ্রেসের
advertisement
একই সঙ্গে নিজের সমর্থকদের জন্য নতুন প্রচার কৌশলও নিয়েছেন রাহুল৷ তিনি জানিয়েছেন, প্রত্যেকের জীবনে এই মূল্যবোধগুলির কী অর্থ, তা হোয়াইট টি শার্ট আর্মি হ্যাশট্যাগ দিয়ে ভিডিও করে পাঠানোর আর্জি জানিয়েছেন রাহুল৷ যাঁরা এই ভিডিও করে পাঠাবেন, তাঁদের একটি সাদা টি শার্ট উপহার দেবেন বলে জানিয়েছেন রাহুল৷
গত কয়েক দিনে নিট, নেটের মতো সর্বভারতীয় পরীক্ষায় প্রশ্ন ফাঁস দুর্নীতির অভিযোগ সামনে এসেছে৷ চাপে পড়ে নেট পরীক্ষা বাতিল করতে হয়েছে কেন্দ্রীয় সরকারকে৷ এই সময় রাহুলের এই নতুন প্রচার কৌশল বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷ মূলত প্রশ্নফাঁস, মূল্যবৃদ্ধি, বেকারত্বের মতো ইস্যুতে যুবসমাজকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একজোট করতেই রাহুলের এই কৌশল বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের৷ বিশেষত ভারত জোড়ো যাত্রার পর কংগ্রেস নির্বাচনে বহু কাঙ্খিত যে সাফল্য পেয়েছে, তার রেশ ধরে রাখথে মরিয়া রাহুল৷