TRENDING:

ভারত জোড়ো যাত্রায় হঠাৎ নাচ রাহুল গান্ধির! ট্যুইটারে ভাইরাল হল সেই ভিডিও

Last Updated:

রাহুল গান্ধি নিজে তাঁর ট্যুইটার হ্যান্ডেল থেকে এই নৃত্যের একটি ভিডিও পোস্ট করেন, যা ভাইরাল হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হায়দরাবাদ: ভারত জোড়ো যাত্রা শুরু হয়েছে অনেকদিন আগে থেকেই৷ এ বার হায়দরাবাদে এই যাত্রায় অংশ নিয়ে নাচলেন কংগ্রেস নেতা ও সাংসদ রাহুল গান্ধি৷ তেলেঙ্গানায় ভারত জোড়ো যাত্রায় অংশ নেওয়ার কথা ছিল রাহুলে৷ সেখানে তিনি উপস্থিতও হন৷ তার পরেই স্থানীয় লোকনৃত্যে অংশ নিতে দেখা যায় রাহুল গান্ধিকে৷ এই বিশেষ নাচটির নাম ‘কোম্মু কোয়া’৷ এটি তেলঙ্গানার আদিবাসী নৃত্য৷
ছবি - ট্যুইটার
ছবি - ট্যুইটার
advertisement

রাহুল গান্ধি নিজে তাঁর ট্যুইটার হ্যান্ডেল থেকে এই নৃত্যের একটি ভিডিও পোস্ট করেন, যা ভাইরাল হয়৷ তিনি লেখেন, ‘আমাদের দেশের সময়াতীত সংস্কৃতি ও বৈচিত্র্যের ধারক এই আদিবাসী সংস্কৃতি৷ কোমু কোয়া আদিবাসী নৃত্যশিল্পীদের সঙ্গে পা মিলিয়ে উপভোগ করলাম৷ তাঁদের শিল্প তাঁদের মূল্যবোধকে প্রকাশ করে, যে মূল্যবোধ আমাদের শিখতে হবে, সংরক্ষণ করতে হবে৷’

advertisement

আরও পড়ুন: বিধায়ক নিখোঁজ, উত্তরপাড়ায় জুড়ে পড়ল পোস্টার! 'অশরীরী নই, বেঁচেই আছি', জবাব কাঞ্চনের

আরও পড়ুন: স্থগিত নবান্নের বৈঠক, মুখোমুখি হচ্ছেন না শাহ- মমতা

রাহুল গান্ধির মাথায় ছিল একটি আদিবাসী পাগড়ি৷ একেবারে মাটির সংস্কৃতিতে মিশে গিয়ে এই অনুষ্ঠান উপভোগ করলেন রাহুল গান্ধি৷ গত সেপ্টেম্বর মাসের ৭ তারিখে ভারত জোড়ো যাত্রার কর্মসূচি শুরু করে কংগ্রেস৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
টাকা খরচ করে রাজস্থান ছুটতে হবে না! বাংলায় বসেই দেখুন ঐতিহ্যবাহী শিশ মহল
আরও দেখুন

ভারতের ইতিহাসে কোনও ভারতীয় রাজনৈতিক দলের নেতাদের এটি সর্বোচ্চ পথ পরিক্রমা বলে দাবি করা হচ্ছে কংগ্রেসের তরফ থেকে৷ ইতিমধ্যে তামিলনাড়ু, কেরল, কর্ণাটক ও অন্ধপ্রদেশ পেরিয়ে এসেছে এই যাত্রা৷ এর পর এর গন্তব্য মহারাষ্ট্র৷

বাংলা খবর/ খবর/দেশ/
ভারত জোড়ো যাত্রায় হঠাৎ নাচ রাহুল গান্ধির! ট্যুইটারে ভাইরাল হল সেই ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল