পুঞ্চ-সহ সীমান্তবর্তী এলাকায় পাক শেলিংয়ে নিহত, আহত এবং ঘর হারানো মানুষদের জন্য পুনর্বাসন প্যাকেজ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন জানালেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি। “উদারতা ও দ্রুততার সঙ্গে ত্রাণ ও পুনর্বাসন প্যাকেজ” দাবি করে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন কংগ্রেস নেতা।
advertisement
রাহুল তাঁর ইউটিউব চ্যানেলে তাঁর পুঞ্চ সফরের বিবরণ হিসেবে একটি তথ্যচিত্র ভিডিও আপলোড করেছেন, সেখানে তিনি স্থানীয়দের সঙ্গে দেখা করেন এবং মতবিনিময় করেন। এই মাসের শুরুতে পুঞ্চে পাকিস্তানি গোলাগুলিতে মোট চৌদ্দ জন নিহত এবং বহু মানুষ আহত হন – যাদের মধ্যে চারজন শিশুও ছিল।
রাহুল গান্ধি তাঁর বিবরণে ভিডিও শিরোনামে লেখেন, “পুঞ্চের অনেক ভুক্তভোগী বলেছেন যে তাঁদের বছরের পর বছর ধরে করা কঠোর পরিশ্রম এবং সঞ্চয় এক ধাক্কায় ছাই হয়ে গিয়েছে। এটি আমাদের দেশের নাগরিকদের উপর নেমে আসা একটি বিশাল বিপর্যয়। এই সাহসী দেশপ্রেমিক পরিবারগুলি সর্বদা সাহস, মর্যাদা এবং দৃঢ়তার সঙ্গে সীমান্ত অঞ্চলে যুদ্ধের সবচেয়ে বড় ধাক্কা সহ্য করেছে। আমি তাঁদের সাহস এবং দেশপ্রেমকে স্যালুট জানাই”।