দিনটা ছিল ২০ জুলাই ৷ সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনেন রাহুল গান্ধি ৷ একের পর এক ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধছিলেন রাহুল গান্ধি ৷ বেশ কয়েকবার অচল হয়ে যায় সংসদ ৷ কিন্তু সেই অবধি বিষয়টি ঠিকই ছিল ৷ কিন্তু আচমকাই ভাষণ শেষে প্রধানমন্ত্রীর চেয়ারের সামনে গিয়ে চেয়ারে বসে থাকা অবস্থায় প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করেন রাহুল ৷ এরপর চোখের ইশারা ৷ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেটি সোশ্যাল মিডিয়ায় ৷ এদিন সেই বিষয়টি নিয়েই রাহুলকে বিঁধলেন চন্দ্রশেখর রাও ৷
advertisement
আরও পড়ুন: শরীরচর্চায় অনীহা ? আপনার শরীরে বাসা বাঁধছে মারণরোগ, বলছে WHO
রাও বলেন, ‘প্রত্যেকেই জানেন রাহুল গান্ধি আদতে কেমন লোক...দেশের সবথেকে বড় ভাঁড় তিনি ৷ দেশের প্রতিটি মানুষই দেখেছিলেন কীভাবে সংসদে মোদিকে গিয়ে জড়িয়ে ধরেন রাহুল ৷’ একইসঙ্গে তিনি আরও বলেন, ‘দিল্লিতে কংগ্রেস ক্ষমতা দখল করতে চায় ৷ তাই কংগ্রেসকে ভোট দেওয়ার অর্থ দিল্লির দাসত্ব গ্রহণ করা ৷ কিন্তু তেলেঙ্গানার মানুষ কোনওভাবেই দিল্লির দাসত্ব গ্রহণ করতে রাজি নয় ৷ তাই কংগ্রেসকে ভোট দেওয়ার কোনও প্রশ্নই ওঠেনা ৷’
পাশাপাশি আজই আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ১০৫ জন প্রার্থীর তালিকা ঘোষণা করেন চন্দ্রশেখর রাও এবং নির্বাচনে একা লড়ারই ডাক দিলেন তিনি ৷
প্রসঙ্গত, চলতি বছরের নভেম্বরেই হতে চলেছে রাজ্য বিধানসভা নির্বাচন ৷