শরীরচর্চায় অনীহা ? আপনার শরীরে বাসা বাঁধছে মারণরোগ, বলছে WHO

Last Updated:
#নয়াদিল্লি: রোজ শারিরীক চর্চা করেন ? আপনার উত্তর যদি না হয় ৷ তাহলে গুরুতর রোগে আপনি আক্রান্ত হতে পারেন যেকোনও মুহূর্তে ৷
সম্প্রতি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তরফ থেকে একটি রিপোর্ট পেশ করা হয়েছে ৷ সেই রিপোর্টেই উঠে এসেছে এই ভয়ানক তথ্য ৷ রিপোর্ট থেকে জানা যাচ্ছে, কোনও ব্যক্তি যদি নিয়মিত শারিরীক চর্চা না করেন ৷ তাহলে ভবিষ্যতে সে মারণরোগেও আক্রান্ত হতে পারেন ৷ হৃদরোগ, ডায়াবেটিস, ওবেসিটি এবং ক্যান্সারেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ হু-এর রিপোর্টে উঠে এল এমনই তথ্য ৷ শারিরীক চর্চার অভাবে বিশ্বের প্রায় ১৪০ কোটি মানুষ খুব শীঘ্র মারণরোগে আক্রান্ত হতে পারেন ৷
advertisement
রিপোর্ট থেকে আরও একটি বিষয় জানা যাচ্ছে, যেসমস্ত দেশের বার্ষিক গড় আয় বেশি ৷ সেই সমস্ত দেশেই এসমস্ত মারণরোগের প্রকোপ সবথেকে বেশি ৷ এক্ষেত্রে শিরোনামে রয়েছে আমেরিকা এবং ব্রিটেন, এই দুটি দেশ ৷ তবে, ভারতও সেই তালিকায় খুব একটা পিছিয়ে নেই ৷ পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, দেশের প্রায় ৩৫ শতাংশ নাগরিক শারিরীক চর্চার সঙ্গে যুক্ত নয় ৷ এরমধ্যে ৫০শতাংশ মহিলা এবং ২৫ শতাংশ পুরুষ রয়েছে বলে জানা গিয়েছে ৷
advertisement
advertisement
ভারতের মত অবস্থা বাংলাদেশ, ইরাক এবং ফিলিপাইনসেও ৷ এই সমস্ত দেশে মহিলাদের মধ্যে এই সমস্ত মারণরোগ ক্রমশ প্রকট হচ্ছে ৷ কারণ এই দেশগুলিতে বাড়ির মহিলারা বেশিরভাগ ক্ষেত্রে বাড়িতেই থাকেন ৷ তারা সংসার সামলান, সন্তানের দেখভাল করেন ৷ ফলে তাদের শারিরীক চর্চার সময়ও থাকেনা ৷
advertisement
১৬৮টি দেশে ১.৯ মিলিয়ন জনসাধারণের উপর এই সমীক্ষা করা হয় ৷ সেই সমীক্ষাতেই উপরের সারিতে রয়েছে আমেরিকা এবং ব্রিটেন ৷ সমীক্ষা থেকে জানা যাচ্ছে, ২০০১ সালে ৩২ শতাংশ মানুষ ইনঅ্যাকটিভ ছিলেন তাদের ব্যক্তিগত জীবনে ৷ কিন্তু ২০১৬ সালের সমীক্ষায় জানা যাচ্ছে, সেই সংখ্যাটা প্রায় ৩৭ শতাংশ-তে পৌঁছে গিয়েছে ৷ তবে, আমেরিকা এবং ব্রিটেনের পাশাপাশি সেই তালিকায় একেবারে শীর্ষস্থানে রয়েছে কুয়েত, সৌদি আরব এবং ইরাক ৷ আর এই তালিকায় সবথেকে নিচের স্থানে রয়েছে উগান্ডা এবং মোজামবিক ৷ যেখানে ৯০ শতাংশেরও বেশি মানুষ শারিরীক চর্চা করেন নিয়মিত ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
শরীরচর্চায় অনীহা ? আপনার শরীরে বাসা বাঁধছে মারণরোগ, বলছে WHO
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement