TRENDING:

বাবা কাগজ কুড়োন, AIIMS-এ ডাক্তারি পড়তে যাচ্ছেন ছেলে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভোপাল: অভাব অনটনের সংসার, প্রতিদিনের জীবনযুদ্ধের বাধা বিপত্তিকে পিছনে ফেলে সোনার ছেলের উড়ান এখন AIIMS-এ ৷ দারিদ্র্যতার বিরুদ্ধে লড়াই করে ফের অসাধারণ সাফল্যের নজির গড়ল আমাদের দেশের আরও এক কৃতী ছাত্র ৷ ইচ্ছাশক্তি, অধ্যাবসায় ও কঠোর পরিশ্রমের জোরে যেকোন লক্ষ্য পূরণ যে সম্ভব তা আরও একবার প্রমাণ করলেন মধ্যপ্রদেশ দেওয়াসের বাসিন্দা আসারাম চৌধুরি ৷ যোধপুরের অল ইন্ডিয়া মেডিক্যাল সায়েন্স বা এইমসে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে আসারাম ৷
advertisement

বাবা রাস্তায় পড়ে থাকা কাগজ, খোলামকুচি, ভাঙা সরঞ্জাম কুড়িয়ে বিক্রি করে সংসার চালান ৷ যৎসামান্য আয়ে একবেলাই পেট ভরে ভাল করে খাবারও জোটে না ৷ প্রতিদিন এমন পরিস্থিতির সঙ্গেই লড়াই করে একটু একটু করে নিজেকে তৈরি করেছেন ভবিষ্যতের স্বপ্ন পূরণের জন্য ৷ পঞ্চম শ্রেণীতে পড়া সময় গ্রামের এক চিকিৎসককে দেখে ডাক্তার হওয়ার বাসনা জাগে এই কৃতী ছাত্রের মনে ৷ আধপেটা খেয়ে, ছেঁড়া কাঁথায় শুয়ে ডাক্তার হওয়ার লক্ষ্যে দিনরাত এক করে প্রস্তুতি নিয়েছে বছর কুড়ির আসারাম ৷ ছোট থেকেই ইচ্ছে ছিল ডাক্তার হয়ে দরিদ্র মানুষের চিকিৎসা করার ৷ সেই স্বপ্নেরই প্রথমধাপ হিসেবে AIIMS-এর এন্ট্রাস টেস্টে সফল সে ৷

advertisement

তার এই কৃতিত্বের পিছনে বহু মানুষের অবদান রয়েছে বলে মনে করেন আসারাম ৷ সবার আগে তার বাবা-মাকেই ধন্যবাদ দিয়েছে আসারাম ৷ প্রবল আর্থিক অনটনের মধ্যেও ছেলেকে মনের জোর জোগাতে কোনও কার্পণ্য রাখেননি তাঁরা ৷ ছেলের কৃতিত্বে আনন্দে আত্মহারা আসারামের বাবা-মা, রঞ্জিত এবং মমতা চৌধুরী ৷

এছাড়া আসারাম জানিয়েছেন, ছোট থেকে পাশে থেকেছে তাঁর স্কুল ৷ সবরকম ভাবে সাহায্য করেছেন তাঁর আইডল, গ্রামের সেই চিকিৎসক, যাকে দেখে প্রথম ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিল আসারাম ৷ অবদান কম নেই পুনের দক্ষিণা ফাউন্ডেশনেরও ৷ পিছিয়ে এলাকা থেকে আসা এবং দরিদ্র ঘরের কৃতী ছাত্রদের প্রশিক্ষণ দেয় এই শিক্ষা প্রতিষ্ঠান ৷ এখান থেকেই ডাক্তারির এন্ট্রাসের জন্য প্রস্তুতি নিয়েছিল সে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তবে স্বপ্নের প্রথম ধাপে সাফল্য পেলেও এখনই আবেগে বয়ে যেতে চান না আসারাম ৷ সামনে অনেক কঠিন পথ ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
বাবা কাগজ কুড়োন, AIIMS-এ ডাক্তারি পড়তে যাচ্ছেন ছেলে