শুক্রবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের যে ভিডিও ভারতীয় বায়ুসেনা পরে প্রকাশ করেছে, তাতেভারতীয় বায়ুসেনার হাতে থাকা বিএস-০২২ নম্বরের রাফাল যুদ্ধবিমানটিকেও উড়তে দেখা গিয়েছে৷ ঘটনাচক্রে গত বছর অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান দাবি করেছিল, ভারতীয় বায়ুসেনার বিএস-০২২ নম্বরের রাফাল যুদ্ধবিমানকে তারা ধ্বংস করেছে৷ পাক বায়ুসেনার এই দাবি যে মিথ্যে এবং ভিত্তিহীন, তা আগেই জানিয়েছিল ভারত৷ এবার হাতেনাতে তার প্রমাণও মিলল৷
advertisement
পাকিস্তান ভিত্তিক সমাজমাধ্যমের বেশ কয়েকটি অ্যাকাউন্ট থেকেও অপারেশন সিঁদুরের সময় লাগাতার প্রচার চালিয়ে দাবি করা হয়েছিল, রাফাল যুদ্ধবিমানের পাশাপাশি ভারতের হাতে থাকা এস-৪০০ মিসাইল ডিফেন্স সিস্টেমও ধ্বংস করা হয়েছে৷ যদিও ভারত স্পষ্ট জানিয়েছিল, অপারেশন সিঁদুরের সময় তাদের কোনও রাফাল যুদ্ধবিমানের কোনও ক্ষতি হয়নি৷
সোমবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ভারতীয় বায়ুসেনার হাতে রাফাল বাদেও এসইউ-৩০ এমকেআই, মিগ-২৯, জাগুয়ার, আপাচে হেলিকপ্টার এবং ভারতীয় নৌবাহিনীর পি-৮আই বিমানকে কর্তব্যপথের উপর দিয়ে বিভিন্ন ফর্মেশনে উড়তে দেখা গিয়েছে৷ মোট ২৯টি এয়ারক্র্যাফ্ট, ১৬টি যুদ্ধবিমান, ৪টি ট্রান্সপোর্ট এয়ারক্র্যাফ্ট এবং ৯টি হেলিকপ্টার এই ফ্লাই পাস্ট-এ অংশ নেয়৷
