TRENDING:

Radhika Yadav Update: মেয়েকে যখন পর পর গুলি করে ঝাঁঝরা করে দিচ্ছে বাবা! মা তখন কোথায়? পুলিশ যা জানাল মর্মান্তিক

Last Updated:

পুলিশ জানিয়েছে, নিহতের মা মঞ্জু দেবী কোনও লিখিত বয়ান দিতে অস্বীকার করেছেন এই ঘটনায়৷ জানিয়েছেন, তিনি ঘরে দরজা বন্ধ করে ছিলেন, তাঁর জ্বর, মাথার যন্ত্রণা ছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুরুগ্রাম: হরিয়াণার গুরুগ্রামের সেক্টর ৫৭ এর একটা বাড়ি৷ বৃহস্পতিবারের ঝকঝকে সকাল৷ ঘড়িতে সাড়ে ১০টা৷ সকালের সেই শান্তি খান খান হয়ে গেল পর পর ৫ টা গুলির আওয়াজে৷ মেয়েকে গুলি করে মারল বাবা৷ এখন প্রশ্ন, বাবা-মা ও মেয়ে৷ তিনজনেই তো একই বাড়ির একই তলায় থাকত৷ তাহলে ঘটনার সময় কোথায় ছিলেন মা?
News18
News18
advertisement

বৃহস্পতিবার হরিয়াণার তরুণী টেনিস প্লেয়ার রাধিকা যাদবের খুনের ঘটনায় শোরগোল পরে গিয়েছে চতুর্দিকে৷ পুলিশ জানিয়েছে, খুনের সময় রাধিকা, রাধিকার বাবা এবং রাধিকার মা, তিনজনে ছিল ওই বাড়ির দোতলায়৷ নীচের তলায় ছিল কাকার পরিবার৷

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ছিল রাধিকার মা মঞ্জু দেবীর জন্মদিন৷ মা’কে সারপ্রাইজ দেওয়ার জন্য ঘটনার দিন সাকল সাড়ে ১০টার সময় রান্নাঘরে কিছু একটা বানাচ্ছিলেন রাধিকা৷ সেই সময়েই তাঁকে লক্ষ্য করে তাঁর লাইসেন্সড .৩২ বোরের রিভলভার থেকে পর পর ৫টি গুলি চালায় তাঁর বাবা দীপক৷ যার মধ্যে ৩টে গুলি লাগে রাধিকার কোমরে৷

advertisement

আরও পড়ুন: ‘মেয়ের পয়সায় খায়!,’ টেনিস প্লেয়ার রাধিকা খুনে ভয়ঙ্কর স্বীকারোক্তি বাবার!

আরও পড়ুন: সকাল ১০.৩০টা, রান্নাঘরে ছিল মেয়েটা…পিছনে এসে দাঁড়াল বাবা! কীভাবে মেরেছে জানেন? এল স্বীকারোক্তি

পুলিশ জানিয়েছে, নিহতের মা মঞ্জু দেবী কোনও লিখিত বয়ান দিতে অস্বীকার করেছেন এই ঘটনায়৷ জানিয়েছেন, তিনি ঘরে দরজা বন্ধ করে ছিলেন, তাঁর জ্বর, মাথার যন্ত্রণা ছিল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

গুরুগ্রাম পুলিশ জানিয়েছে, মেয়ের টেনিস কেরিয়ারের রমরমা নিয়ে বাবার তীব্র আপত্তি ছিল৷ পুলিশকে প্রাথমিক জেরায় দীপক জানিয়েছে, ‘‘আমি যখন ওয়াজিরাবাদে দুধ আনতে যেতাম, ওখানেও লোকে আমায় খোঁটা দিত৷ বলত আমি নাকি মেয়ের পয়সায় খাই৷ এই ব্যাপারটায় আমার ভীষণ খারাপ লাগত, মাথা গরম হয়ে যেত৷ কিছু লোক তো আমার মেয়ের চরিত্র নিয়েওকথা বলত৷ আমি বলেছিলাম ওকে টেনিস অ্যাকাডেমিটা বন্ধ করে দে৷ ও শোনেনি৷’’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Radhika Yadav Update: মেয়েকে যখন পর পর গুলি করে ঝাঁঝরা করে দিচ্ছে বাবা! মা তখন কোথায়? পুলিশ যা জানাল মর্মান্তিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল