TRENDING:

Radhika Yadav Update: রাধিকা কাণ্ডে বাবার চরিত্রের আরও দিক সামনে! দিনভর অস্থির থাকত...রাতে ঘুম হতো না! তারপরই প্ল্যান

Last Updated:

কিন্তু, দীপকের পড়শি দাবি করেছেন, রাধিকা নাকি তাঁদের জাতের বাইরে বিয়ে করতে চাইছিল৷ আবার দীপকের বন্ধু বলছে, ‘‘ওর তো নিজেরই ১৭-১৮ লাখ টাকার সম্পত্তি রয়েছে৷ ওর মেয়ের রোজগার নিয়ে ওঁকে খোঁটা দিলে ওঁর কিছু মনে করা উচিত নয়৷’’ তবে পুলিশ এই সমস্ত সম্ভাবনার কোনওটাই সমর্থন করেনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
News18
News18
advertisement

গুরুগ্রাম: মুহূর্তের রাগে নয়, মেয়েকে খুন করার জন্য রীতিমতো পরিকল্পনা করে খুন করেছিল টেনিস প্লেয়ার রাধিকা যাদবের বাবা দীপক যাদব৷ পুলিশি জেরায় অভিযুক্ত জানিয়েছেন, গত ১৫ দিন ধরে তাঁর মেয়ের সঙ্গে অশান্তি চলছিল৷ রাতে ঘুমোতে পারছিলেন না৷ সেই কারণেই খুনের প্ল্যান করেন তিনি৷

advertisement

গুরুগ্রাম পুলিশের তরফে জানানো হয়েছে, ‘‘উনি (রাধিকার বাবা) জেরার সময় বলেছেন, উনি পরিকল্পনা করেই খুন করেছেন৷ সকালবেলা সাধারণত উনিই দুধ আনতে যেতেন৷ কিন্তু সেদিন দুধ আনতে ছেলেকে বাইরে পাঠিয়েছিলেন তিনি৷ ছেলে বেরিয়ে যাওয়ার পরে যখন রাধিকাকে একা পান, তখনই পর পর চারটে গুলি করেন পিছন থেকে৷ সেই সময় রাধিকা রান্নাঘরে ব্রেকফাস্ট তৈরি করছিল৷’’

advertisement

পুলিশ জানিয়েছে, গ্রামবাসীর প্রতিনিয়ত মেয়ের রোজগার নিয়ে খোঁটা, চরিত্র নিয়ে কথা বলা মেনে নিতে পারতেন না দীপক৷ সেই কারণে মেয়েকে তাঁর টেনিস অ্যাকাডেমি বন্ধ করার জন্য জোর করতেন৷ সেটা না শোনাতেই মেয়ের চরম পরিণতি৷

advertisement

আরও পড়ুন টেনিস প্লেয়ার রাধিকা খুনে এবার সামনে একটা ভিডিও! একটি ছেলের কাঁধে মাথা…কোন ঘটনা ট্রিগার করেছিল ওর বাবাকে?

কিন্তু, দীপকের পড়শি দাবি করেছেন, রাধিকা নাকি তাঁদের জাতের বাইরে বিয়ে করতে চাইছিল৷ আবার দীপকের বন্ধু বলছে, ‘‘ওর তো নিজেরই ১৭-১৮ লাখ টাকার সম্পত্তি রয়েছে৷ ওর মেয়ের রোজগার নিয়ে ওঁকে খোঁটা দিলে ওঁর কিছু মনে করা উচিত নয়৷  প্ল্যান করে মেয়েকে খুন করবে, এমন ব্যক্তি নয় দীপক,’’ তবে পুলিশ এই সমস্ত সম্ভাবনার কোনওটাই সমর্থন করেনি

advertisement

রাধিকার মা জানিয়েছেন, দীপক ভীষণ একরোখা, জেদি প্রকৃতির৷ অ্যাকাডেমি বন্ধ করার জন্য জোর দিচ্ছিল মেয়েকে৷ এ নিয়ে অশান্তি চলছিল গত কয়েক সপ্তাহ ধরে৷

আরও পড়ুন: ‘মেয়ের পয়সায় খায়!,’ টেনিস প্লেয়ার রাধিকা খুনে ভয়ঙ্কর স্বীকারোক্তি বাবার! কী ভাবে মেরেছে, বলল সব

মেয়ের ক্রমবর্ধমান অর্থনৈতিক স্বাধীনতার প্রতি বিরক্তি তৈরি হচ্ছিল প্রাক্তন ব্যাঙ্ক কর্মী দীপকের৷ বিশেষ করে রাধিকা যখন গুরুগ্রামের সেক্টর ৫৭ এ তঁর নিজস্ব টেনিস অ্যাকাডেমি তৈরি করেছিল৷ পুলিশকে দীপক জানিয়েছে, তাঁর গ্রাম ওয়াজিরাবাদে তাঁকে লোকজন খোঁটা দিত, যে সে মেয়ের টাকাতে খাচ্ছে৷ বিষয়টাতে সে প্রচণ্ড অপমানিত বোধ করত৷ সেই কারণে মেয়েকে অ্যাকাডেমি বন্ধ করার জন্য জোর দিচ্ছিলেন তিনি৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
Radhika Yadav Update: রাধিকা কাণ্ডে বাবার চরিত্রের আরও দিক সামনে! দিনভর অস্থির থাকত...রাতে ঘুম হতো না! তারপরই প্ল্যান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল