অশ্বিনের একটি ভিডিও এখন ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। অশ্বিন যেভাবে নিজের জার্সি চিনে নিলেন তা একেবারেই আলাদা। জিম্বাবোয়ে ম্যাচের আগে অশ্বিনের এমন কাজ দেখে অনেকেই থ। রোহিত শর্মা যখন ক্যামেরার সামনে ইন্টারভিউ দিচ্ছিলেন, ঠিক সেই সময়ই অশ্বিন তাঁর পিছনে দাঁড়িয়ে নিজের জার্সি শুঁকছিলেন।
আরও পড়ুন- ব্যাটে রানের ফুলঝুরি, এবার টাকার বৃষ্টিতে কোহলি হতে চলেছে বিরাট ধনী
advertisement
এবার জেনে নিন কেন এমন করছিলেন অশ্বিন! আসলে, তিনি তাঁর জার্সির গন্ধ শুঁকে শনাক্ত করার চেষ্টা করছিলেন। এখন আপনি ভাববেন যে কেউ কীভাবে জার্সির গন্ধ শুঁকে সেটি চিনতে পারে! অশ্বিন পারেন। আর এই ব্যাপারে বেশ আত্মবিশ্বাস নিয়ে কথা বললেন অশ্বিন।
অশ্বিনের সেই ভিডিও ভাইরাল হওয়ার পর কিছু ভারতীয় ক্রিকেটারও তা দেখেন। ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে ওপেন করা অভিনব মুকুন্দ এদিন অশ্বিনকে জিজ্ঞেস করেছিলেন- এই ভিডিওটা অনেকবার দেখলাম। কিন্তু বুঝতে পারলাম না কেন তুমি এমনটা করলে?
অশ্বিন তাঁকে বললেন, পারফিউম থেকে জার্সি চেনার চেষ্টা করছিলাম।
অস্ট্রেলিয়া থেকে অভিনব মুকুন্দের এই প্রশ্নের উত্তর দেন অশ্বিন। তিনি লিখেছেন- জার্সির সাইজ দেখে অনেক সময় চেনা মুশকিল হয়ে যায়। তাই গন্ধ শুঁকে আমার জার্সি কোনটা তা বোঝার চেষ্টা করছিলাম।
আরও পড়ুন- সেমিফাইনালের আগে টিম ইন্ডিয়ার একগুচ্ছ সমস্যা, দ্রুত সমাধান না করতে পারলেই বিপদ
অশ্বিন যা করলেন তা অনেকের কাছে নতুন হতে পারে, তবে বেশিরভাগ ক্রীড়া ব্যক্তিরা যখন এমন বিভ্রান্তিতে পড়েন, তখন তারা শুঁকে সঠিক জার্সি বা সোয়েটার বেছে নেন।