আরও পড়ুন: রাষ্ট্রপতি শাসন জারি হল জম্মু-কাশ্মীরে
১৫ জানুয়ারি থেকে চৌঠা মার্চ পর্যন্ত কুম্ভমেলা। সেজন্য ভাড়ায় বেনজির ছাড়ের ঘোষণা রেলের।
১ টাকা আয়ে ৩.৭৯ টাকা ব্যয়!
পকেট খালি করেই খয়রাতি!
কুম্ভমেলার পর্যটকদের জন্য রেল যা ভাড়া স্থির করেছে তাতে বিপুল আর্থিক ক্ষতি স্পষ্ট।
আরও পড়ুন: লোকসভায় পাশ হল সারোগেসি বিল
advertisement
দেবাশিস চন্দ্র, গ্রুপ জেনারেল ম্যানেজার, আইআরসিটিসি জানিয়েছেন, আমরা তো অনেক সময় বন্যা, বা খরা বা অন্য কোনও বিপর্যয়ে ট্রেন চালাই। রেলের সোশাল কমিটমেন্ট আছে।
আরও পড়ুন: নির্বাচনে জিতলেই ইভিএম নিয়ে কোনও অভিযোগ থাকে না কংগ্রেসের, কটাক্ষ মোদির
একটি ট্রেন কলকাতা থেকে এলাহাবাদ গেলে তাতে ভারতীয় রেলের মোট আয় হত ১১লক্ষ ৮১ হাজার ১৯৮ টাকা। আর কুম্ভমেলায় খয়রাতিতে আয় হবে মাত্র ১৩ হাজার ৯৮০ টাকা। বাকি খয়রাতির টাকা অবশ্য যোগাতে হবে আম জনতাকেই। আর তাতে রাজনৈতিক অঙ্ক কষছে কেন্দ্র।