তিরুপতি মন্দিরের লাড্ডু তৈরি করতে ব্যবহৃত ঘি পশু চর্বি মিশিয়ে তৈরি করা হয়েছে, এই অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো বিতর্কের সৃষ্টি হয়েছে অন্ধ্র প্রদেশে৷ তার পরই জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদের গুণমান নিয়ে সতর্কতা অবলম্বন করতে চাইছে ওড়িশা সরকার এবং জগন্নাথ মন্দির কমিটি৷
আরও পড়ুন: ‘রক্তের সম্পর্ক আর রাখতে চাই না!’ দু বছরেই মানুষ চিনলেন, কেন অভিমানী অনুব্রত?
advertisement
ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দ্রন জানিয়েছেন, শুধু ঘি নয়, জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ তৈরি করতে ব্যবহৃত প্রতিটি জিনিসেরই গুণমান খতিয়ে দেখা হবে৷
পুরীর জেলাশাসক জানিয়েছেন, জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদতৈরির ক্ষেত্রে এখনও পর্যন্ত ঘি অথবা অন্য কোনও সামগ্রীর মান নিয়ে কোনও অভিযোগ ওঠেনি৷ রাজ্য সরকারি সংস্থা ওড়িশা মিল্ক ফেডারেশন (ওমফেড) থেকেই পুরীর জগন্নাথ মন্দিরে ঘি সরবরাহ করা হয়৷