বীড় বনাধিকারিক শচীন কান্ড জানিয়েছেন, এই ঘটনায় দুটি বাঁদরকে আটক করা হয়েছে। বন দফতরের একাধিক কর্মীরা বেশ কয়েকদিন ধরে ঘটনাটির উপর নজর রাখছিলেন। শেষ পর্যন্ত শনিবার দুই 'খুনি' বাঁদরকে আটক করা হয়েছে। বীড় থেকে নাগপুরে আনা হয়েছে বাঁদরগুলিকে। পরে তাদের জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হবে, বলে জানিয়েছেন বন দফতরের কর্তা। গ্রামবাসীদের দাবি, কয়েকদিন আগে একটি বাঁদরছানাকে গ্রামের একটি কুকুরের দল হত্যা করেছিল। তার প্রতিশোধ নিতেই এভাবে কুকুরছানাদের হত্যা করেছে দুই বাঁদর।
advertisement
আরও পড়ুন: বড়দিনে বড় লক্ষ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, হাওয়া বুঝেই ফের গোয়ায় পা!
Maharashtra | 2 monkeys involved in the killing of many puppies have been captured by a Nagpur Forest Dept team in Beed, earlier today. Both the monkeys are being shifted to Nagpur to be released in a nearby forest: Sachin Kand, Beed Forest Officer pic.twitter.com/3fBzCj273p
advertisement— ANI (@ANI) December 18, 2021
বাঁদরদের কার্যকলাপে গোটা লাভুল গ্রাম রীতিমতো ভীত সন্ত্রস্ত। যখনই কোনও কুকুরছানা তারা দেখতে পাচ্ছিল, সেগুলিকে তুলে নিয়ে গিয়ে গাছের উপর থেকে বা উঁচু আবাসনের ছাদ থেকে ফেলে দিয়ে খুন করছিল। গ্রামবাসীরা কুকুরছানাগুলিকে বাঁচানোর চেষ্টা করেও কোনও লাভ হয়নি। বরং তাঁরাই বাঁদরের আঁচড়ে আহত হয়েছেন অনেকে। বাঁদরগুলি নাকি স্কুল পড়ুয়া বাচ্চাদেরও জখম করার চেষ্টা করেছিল। ফলে এলাকায় ভয় পেয়েছিলেন বেশিরভাগই। শেষ পর্যন্ত দুই বাঁদরকে আটক করায় স্বস্তিতে গ্রামবাসীরা।
আরও পড়ুন: 'ধর্ষণ উপভোগ' করতে বলা কংগ্রেস বিধায়ককে তিরষ্কার প্রিয়াঙ্কা গান্ধির, বললেন...
ঘটনাটি বেদনাদায়ক হলেও নেট মাধ্যমে মস্করা করছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে নানান মিম। বলিউডি সংলাপ বা গ্যাংস অফ ওয়াসিপুরের সঙ্গে মিলিয়ে মিম শেয়ার করা হয়েছে ট্যুইটার, ফেসবুকে। এ যেন বাঁদর বনাম কুকুরের প্রতিশোধের লড়াই বলে উল্লেখ করেছেন অনেকে।