TRENDING:

Sidhu Moose Wala Murder Case: গায়ক মুসেওয়ালাকে খুনের পর বন্দুক নাচিয়ে সেলিব্রেশন দুষ্কৃতিদের! হাড়হিম ভিডিও

Last Updated:

Sidhu Moose Wala Murder Case: জনপ্রিয় পঞ্জাবি গায়ককে খুন করে গাড়িতে বন্দুক নাচিয়ে সেলিব্রেট করেছিল খুনীরা! হাড়হিম ভিডিও দেখুন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: মানুষ খুন করার পর উদযাপন! হ্যাঁ, এমনটাই হয়েছিল সেদিন।
advertisement

একটি নতুন ভিডিওতে দেখা যাচ্ছে, পাঞ্জাবের জনপ্রিয় গায়ক সিধু মুসেওয়ালাকে খুনের পর আততায়ীরা গাড়িতে উদযাপন করেছিল। এই ভিডিওটি একজন আততায়ীর কাছ থেকে উদ্ধার হয়েছে।

সেই গাড়িতে পাঁচজনকে দেখা যাচ্ছে। তারা প্রত্যেকে হাসছে এবং ক্যামেরার সামনে বন্দুক নাচাচ্ছে।

আরও পড়ুন- ঠিক যেন সিনেমা! লড়াই করে অপহরণকারীদের হাত থেকে শিশুকে বাঁচালেন ভ্যান চালক

advertisement

ভিডিওতে নীল টি-শার্টে গাড়ির সামনের সিটে বসা শ্যুটারের নাম প্রিয়ব্রত ফৌজি। আর পিছনের সিটে চেক শার্ট পরা আততায়ীর নাম অঙ্কিত৷ সবচেয়ে কম বয়সী শ্যুটার অঙ্কিত সিরসার ফোন থেকে এই ভিডিও উদ্ধার করেছে পুলিশ।

দিল্লির একটি টার্মিনাল থেকে ১৮ বছর বয়সী অঙ্কিতকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, অঙ্কিত এই মার্ডার কেস-এ দোষী সাব্যস্ত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলের সদস্য।

advertisement

লরেন্সকে পাঞ্জাবি গায়ক মুসেওয়ালার হত্যার পাণ্ডা হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৮ বছর বয়সী অঙ্কিত সেদিন সিধু মুসেওয়ালার সবচেয়ে কাছে গিয়ে তাঁকে লক্ষ্য করে ছটি গুলি চালায়।

তার সহযোগী শচীন বিরমানিকেও গ্রেপ্তার করেছে পুলিশ। সিধু মুসেওয়ালা, ভারতে এবং ভারতের বাইরে পাঞ্জাবি সম্প্রদায়ের মধ্যে তাঁর গানের জন্য ব্যাপক জনপ্রিয় ছিলেন। চলতি বছর ২৯ মে তাঁকে গুলিতে ঝাঁঝরা করে খুন করেছিল দুষ্কৃতিরা।

advertisement

পুলিশের তরফে জানানো হয়েছে, এই মামলার প্রধান অভিযুক্ত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। জিজ্ঞাসাবাদে লরেন্স স্বীকার করে নিয়েছে, সে এই মামলার মূলচক্রী ছিল।

দিল্লি পুলিশের সূত্র বলছে, অঙ্কিত সিরসা গায়ক মুসেওয়ালার সবচেয়ে কাছে পৌঁছেছিল। মুসেওয়ালা সেই সময় নিজের এসইউভি চালাচ্ছিলেন। ভিডিওতে অঙ্কিতকে বন্দুক হাতে দেখা যাচ্ছে। বেশ কয়েকটি ছবিতে তাকে AK 47 এবং অন্যান্য পিস্তল নিয়ে পোজ দিতে দেখা যায়।

advertisement

আরও পড়ুন- লোহার রড দিয়ে প্রতিবেশীর পোষ্য কুকুরকে প্রবল মার, আহত আরও ৩! কেন? হাড়হিম ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

পুলিশের মতে, এই গ্যাং কানাডিয়ান গ্যাংস্টার গোল্ডি ব্রারের কাছ থেকে একদিন আগে লরেন্স বিষ্ণয়ের ঘনিষ্ঠ মুসেওয়ালাকে খুনের নির্দেশ পেয়েছিলেন। গোল্ডি ব্রার একটি ফেসবুক পোস্টে মুসেওয়ালার হত্যার দায় স্বীকার করেছিল।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Sidhu Moose Wala Murder Case: গায়ক মুসেওয়ালাকে খুনের পর বন্দুক নাচিয়ে সেলিব্রেশন দুষ্কৃতিদের! হাড়হিম ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল