TRENDING:

Indians Deported From America Update: চোরা পথে আমেরিকা যেতে কত খরচ? দশ বছরের ছেলেকে নিয়ে স্বপ্নভঙ্গ তরুণীর, পথে বসার অবস্থা

Last Updated:

একা লভপ্রীত নন, তাঁর মতোই চোরা পথে আমেরিকায় যাওয়ার জন্য এজেন্টদের টাকা দিয়ে পথে বসেছেন অনেকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অমৃতসর: আমেরিকায় কাজ করেন স্বামী৷ ইচ্ছে ছিল, দশ বছরের ছেলেকে নিয়ে পাকাপাকি ভাবে স্বামীর কাছেই চলে যাবেন৷ আমেরিকা যাওয়ার স্বপ্নপূরণে কার্যত সর্বস্ব পণ করে এজেন্টের হাতে তুলে দিয়ছিলেন এক কোটি টাকা৷ শেষ পর্যন্ত অবশ্য সেই টাকা জলেই গেল পঞ্জাবের তরুণী লভপ্রীত কৌরের৷ কারণ গত বুধবার বেআইনিভাবে আমেরিকায় প্রবেশের জন্য যে ১০৪ জন ভারতীয়কে অমৃতসরে ফেরত পাঠানো হয়েছে, তাঁদের মধ্যে ছিলেন লভপ্রীত এবং তাঁর ছেলেও৷ ভারতে ফিরে এসে ২৫ দিন ধরে আমেরিকা যাত্রার সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনিয়েছেন লভপ্রীত৷
সেনা বিমানে ফেরানো হয় বেআইনিভাবে বসবাসকারী ভারতীয়দের৷ ফাইল ছবি, পিটিআই৷
সেনা বিমানে ফেরানো হয় বেআইনিভাবে বসবাসকারী ভারতীয়দের৷ ফাইল ছবি, পিটিআই৷
advertisement

পঞ্জাবের কপূরথোলার ভোলাথ এলাকার বাসিন্দা ওই তরুণী জানিয়েছেন, আমেরিকায় পৌঁছনোর জন্য তাঁর স্বামীই টাকার ব্যবস্থা করে দিয়েছিলেন৷ অন্যদিকে পঞ্জাবে নিজেদের কৃষি জমিও বন্দক রাখেন লভপ্রীতের বাবা-মা৷ শেষ পর্যন্ত ২ জানুয়ারি বিমানে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেন লভপ্রীত এবং তাঁর ছেলে৷

আরও পড়ুন: রচ কয়েকগুন বেশি, অনুপ্রবেশকারীদের ফেরাতে কেন সেনা বিমান ব্যবহার করছে আমেরিকা?

advertisement

ওই তরুণী জানিয়েছেন, এজেন্ট তাঁদের সরাসরি বিমানে আমেরিকায় পৌঁছে দেওয়ার আশ্বাস দেন৷ কিন্তু তাঁদের প্রথমে নিয়ে যাওয়া হয় কলম্বিয়ার মেডেলিন শহরে৷ সেখানে তাঁদের প্রায় দু সপ্তাহ রাখা হয়৷ এর পর সেখান থেকে তাঁদের বিমানে নিয়ে যাওয়া হয় এল সাভাদরে৷ এল সালভাদর পৌঁছনোর পর তিন ঘণ্টা ধরে হেঁটে গুয়েতেমালা পৌঁছন লভপ্রীত এবংব তাঁর ছেলে৷ এর পর সেখান থেকে ট্যাক্সিতে মেক্সিকো সীমান্তে পৌঁছন তাঁরা৷ গতত ২৭ জানুয়ারি আমেরিকায় প্রবেশ করেন লভপ্রীত এবং তাঁর ছেলে৷

advertisement

কিন্তু আমেরিকা পৌঁছনোর পরই অপেক্ষা করছিল আসল বিপদ৷ লভপ্রীতের কথায়, আমেরিযকায় পৌঁছনোর পর আমাদের মোবাইল খেরে সিং কার্ড খুলে ফেলতে বলা হয়৷ এর পর ছোটখাটো যা গয়না শরীরে ছিল, সেগুলিও খুলতে বলা হয়৷ ততদিনে আমার ব্যাগপত্রও হারিয়ে গিয়েছিল৷ ফলে জমা করার মতো কিছুই আমার কাছে ছিল না৷ আমাদের একটি ক্যাম্পে পাঁচ দিন রাখা হয়৷ ২ ফেব্রুয়ারি কোমর থেকে পা পর্যন্ত আমাদের চেন দিয়ে বাঁধা হয়৷ হাতে হাতকড়া পরিয়ে দেওয়া হয়৷ শুধুমাত্র শিশুদের রেয়াত করা হয়৷

advertisement

লভপ্রীত বলেন, আমাদের কোথায় নিয়ে আসা হচ্ছে কেউ কিছুই জানায়নি৷ একসময়ে আমরা দেখলাম ভারতে ফিরে এসেছি৷ এটা আমাদের কাছে বিরাট বড় ধাক্কা ছিল৷ এক মুহূর্তে আমাদের সব স্বপ্ন চুরমার হয়ে গেল৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

একা লভপ্রীত নন, তাঁর মতোই চোরা পথে আমেরিকায় যাওয়ার জন্য এজেন্টদের টাকা দিয়ে পথে বসেছেন অনেকে৷ কেউ দিয়েছেন ২২ লাখ, কেউ আবার ৪৫ লক্ষ টাকা দিয়েছিলেন এজেন্টদের৷ তাঁদেরও প্রায় একমাস ধরে বিভিন্ন দেশ ঘুরিয়ে এই গোপন পথেই মেক্সিকো সীমান্ত দিয়ে আমেরিকায় ঢোকানোর চেষ্টা হয়েছিল৷ যে পথ ডাঙ্কি রুট নামেই পরিচিত৷ শেষ পর্যন্ত তাঁদেরকে বিতাড়িত করেছে আমেরিকা৷ ফলে এখন তাঁদের পথে বসার অবস্থা৷ লভপ্রীত যেমন দাবি করেছেন, এজেন্টকে তিনি যে টাকা দিয়েছেন, তা ফেরানোর ব্যবস্থা করুক সরকার৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Indians Deported From America Update: চোরা পথে আমেরিকা যেতে কত খরচ? দশ বছরের ছেলেকে নিয়ে স্বপ্নভঙ্গ তরুণীর, পথে বসার অবস্থা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল