পাকিস্তানে গিয়ে রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়া সরবজিতের নামে সম্প্রতি একটি ইসলামিক বিয়ের নথি উদ্ধার হয়েছে৷ যেখানে দাবি করা হয়েছে, সরবজিৎ ধর্ম পরিবর্তন করেছেন এবং পাকিস্তানের শেখুপুরার বাসিন্দা নয়ি আবাদি নামে একজনকে বিয়ে করেছে৷
গুরু নানক দেবে জি’র প্রকাশ পুরব উপলক্ষে পাকিস্তানের শিখ তীর্থে গিয়েছিলেন এই সরবজিৎ৷ ভারত থেকে পাকিস্তানে যাওয়া ১,৯২৩ জন শিখ সদস্য যুক্ত দলের অংশ ছিলেন তিনি৷ কিন্তু, হঠাৎ করেই বেপাত্তা হয়ে যাওয়ায় তা নিয়ে প্রশাসনিক মহলে শোরগোল পড়ে যায়৷
advertisement
তদন্তে দেখা যায়, তীর্থযাত্রীদের ওই দল পাকিস্তানের একাধিক গুরুদ্বার ভ্রমণের পরে ভারতে ফিরে আসে৷ কিন্তু, ফেরার সময় পাকিস্তানের এক্সটি এন্ট্রিতে অথবা ভারতে রি-এন্ট্রির নথিতে সরবজিতের নাম পাওয়ার যায়নি৷
নিখোঁজ হয়ে যাওয়ার পরে সরবজিৎতের অনুসন্ধান শুরু করে ভারত ও পাকিস্তানের গোয়েন্দারা৷ এর মধ্যে শিরোমণি গুরুদ্বার পারবন্ধক কমিটি প্রথম তথ্য সামনে আনে৷
গোটা ঘটনা ঘিরে প্রশ্নের মুখে পড়েছে ভারতীয় শিখ তীর্থযাত্রীদের পাকিস্তান তীর্থ যাত্রা ভিসা পাওয়ার বিষয়টি৷
শিখ সংগঠনগুলি এই ধরনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে, পুঙ্খানুপুঙ্খ তদন্ত, শক্তিশালী কূটনৈতিক সম্পৃক্ততা এবং আন্তঃসীমান্ত তীর্থযাত্রীদের জন্য কঠোর সুরক্ষা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।
