এবার গ্রাহকদের জন্য নতুন পদক্ষেপ নিয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ৷ মঙ্গলবার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে ক্যাব সংস্থা ওলার সঙ্গে তারা একটি নতিন চুক্তি স্বাক্ষর করেছে ৷ এই নতুন চুক্তি অনুযায়ী, দিল্লি ও এনসিআর- এ মোবাইল এটিএম স্থাপন করার উদ্যোগ নেওয়া হচ্ছে ৷ ওলার আধিকারিক জানিয়েছেন, ‘ওলার নেটওয়ার্কে গোটা রাজ্যে বিস্তারিত ৷ এর মাধ্যমে মোবাইল এটিএমের পরিষেবা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চায় ৷ এর সাহায্যে নোট সমস্যা থেকে সাধারণ মানুষক অনেকটাই মুক্তি পাবেন ৷’
advertisement
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এটিএম-সহ ওলা ক্যাব গুরগাঁও, লক্ষীনগর, জনকপুরী, সিভিল লাইনস, নেতাজি সুভাষ প্লেস, মানেসর, নেহেরু প্লেস, ময়ূর বিহার, ফরিদাবাদ , তিলক নগর, রাজৌরি গার্ডেন ও গ্রেটার কৈলাসে দাঁড়িয়ে থাকবে ৷
ওলা ও পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আধিকারিকরা সেখানে উপস্থিত থাকে সাধারণ মানুষকে সাহায্য করার জন্য ৷ যাতে টাকা তুলতে কোনও সমস্যায় না পড়তে না হয় মানুষকে ৷
এ সপ্তাহ থেকে এই পরিষেবা দেওয়া শুরু করেছে ওলা ও পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ৷ মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, পুণে, কলকাতা, চন্ডীগড়, আহমেদাবাদ, হায়দরাবাদ ও জয়পুরে এই পরিষেবা চালু করা হয়েছে ৷
ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে ওলার নেটওয়ার্কের সাহায্যে মানুষের কাছে মাইক্রো এটিএম, পয়েন্ট অফ সেল এর পরিষেবা পৌঁছে দিতে সুবিদা হবে তাদের ৷