TRENDING:

Congress Crisis in Punjab: পঞ্জাবে পদত্যাগের হিড়িক, এবার ইস্তফা দিলেন এক মন্ত্রী! ভোটের আগে দিশেহারা কংগ্রেস

Last Updated:

সবমিলিয়ে পঞ্জাবে বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে দলীয় কোন্দল মেটাতে গিয়েই ল্যাজেগোবরে অবস্থা কংগ্রেসের (Congress Crisis in Punjab)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চণ্ডীগড়: পঞ্জাবে (Punjab) কংগ্রেসের নেতা মন্ত্রীদের মধ্যে যেন পদত্যাগের হিড়িক লেগেছে৷ এ দিন বিকেলেই আচমকা পঞ্জাবের কংগ্রেস সভাপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন নভজ্যোৎ সিং সিধু (Navjot Singh Sidhu Resignation)৷ সিধুর পদত্যাগের সিদ্ধান্তকে সমর্থন করে শপথ গ্রহণের মাত্র দু' দিনের মধ্যেই পদত্যাগ করলেন পঞ্জাবের মন্ত্রী রাজিয়া সুলতানা৷ এর পাশাপাশি পঞ্জাবে কংগ্রেসের সাধারণ সম্পাদক গৌতম শেঠও ইস্তফা দিয়েছেন (Congress Crisis in Punjab)৷
সিধুর ইস্তফায় পঞ্জাবে মহাসঙ্কটে কংগ্রেস৷
সিধুর ইস্তফায় পঞ্জাবে মহাসঙ্কটে কংগ্রেস৷
advertisement

সবমিলিয়ে পঞ্জাবে বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে দলীয় কোন্দল মেটাতে গিয়েই ল্যাজেগোবরে অবস্থা কংগ্রেসের (Congress Crisis in Punjab)৷ সূত্রের খবর, সিধুর (Navjot Singh Sidhu) ইস্তফা গ্রহণ করেনি কংগ্রেস হাইকম্যান্ড৷ সিধুর মানভঞ্জনের চেষ্টাও শুরু হয়েছে৷ রাজ্য নেতৃত্বকেই সমস্যার সমাধানের দায়িত্ব দেওয়া হয়েছে৷ ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছেছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং৷ তাঁর পরবর্তী পদক্ষেপ নিয়েও জোর জল্পনা চলছে৷ এমন কি, এমনও শোনা যায় যে দিল্লিতে গিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করবেন অমরিন্দর৷

advertisement

আরও পড়ুন: পঞ্জাবের কংগ্রেস সভাপতির পদ থেকে আচমকা ইস্তফা সিধুর, চিঠি দিলেন সনিয়াকে

পঞ্জাবের নতুন মন্ত্রিসভায় বিধায়কদের নির্বাচন নিয়েই কংগ্রেস নেতৃত্বের সঙ্গে মতবিরোধ শুরু সিধুর৷ সিধুর মূল আপত্তি ছিল দুর্নীতিতে অভিযুক্ত রানা গুরজিৎ সিং-এর মন্ত্রিসভায় জায়গা পাওয়া নিয়ে৷ এ ছাড়াও নিজের ঘনিষ্ঠ এক বিধায়ককে মন্ত্রী না করাতেও ক্ষুব্ধ হন সিধু৷

advertisement

মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়ে রাজিয়া সুলতানা সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন, 'নভজ্যোৎ সিং সিধু একজন নীতি পরায়ণ মানুষ৷ তিনি পঞ্জাবের সম্মানের জন্য লড়াই করছেন৷' সিধুর মতো রাজিয়া সুলতানাও জানিয়েছেন, মন্ত্রিত্ব ছাড়লেও কংগ্রেসের হয়েই কাজ করবেন তিনি৷ পর পর পদত্যাগের জেরে পঞ্জাবের মন্ত্রিসভার জরুরি বৈঠকও ডাকা হয়েছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

কংগ্রেস ভেবেছিল অমরিন্দরের সিংয়ের সঙ্গে নভজ্যোৎ সিং সিধুর কাজিয়া মেটাতে মুখ্যমন্ত্রী বদল করলেই সমস্যার সমাধান হবে৷ সেই মতো সিধু ঘনিষ্ঠ চান্নিকে মুখ্যমন্ত্রী করা হয়৷ কিন্তু চান্নি মুখ্যমন্ত্রী হওয়ার কয়েকদিনের মধ্যেই মন্ত্রিসভায় রদবদল নিয়ে তাঁর সঙ্গেও সিধুর মতবিরোধ শুরু হয়৷ সূত্রের খবর, তাঁর মতামত না নিয়েই নতুন মন্ত্রিদের নিযুক্তি মেনে নিতে পারেননি সিধু৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Congress Crisis in Punjab: পঞ্জাবে পদত্যাগের হিড়িক, এবার ইস্তফা দিলেন এক মন্ত্রী! ভোটের আগে দিশেহারা কংগ্রেস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল