পঞ্জাবের বাসিন্দা, কারগিলে শহিদের মা জাগির কৌর। ১৫ শিখ লাইট ইনফ্যান্ট্রির জওয়ান নাইক নির্মল সিং-এর মৃত্যুর কিছুদিনের মধ্যেই মারা যান জাগিরের স্বামী ও আর এক ছেলের। নির্মলার বিধবা স্ত্রী আবার বিয়ে করেন। সেইসময় জাগির থাকতেন তাঁর অন্য ৩ ছেলের কাছে। কিন্তু একসময়ে তাঁরাও বৃদ্ধা মায়ের সঙ্গে সব সম্পর্ক ছেদ করে।
advertisement
পেটের দায়ে মানসা জেলার কুসলা গ্রামে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমে দিনমজুরের কাজ করেন ৮০ বছরের অশীতিপর বৃদ্ধা। জানা গিয়েছে, কারগিলের যুদ্ধের পর শহিদ পরিবারের যে যে পরিষেবা পাওয়া উচিত, সবই পেয়েছে নির্মলের পরিবার। কিন্তু পরিবারের মধ্যে দ্বন্দ্ব থাকায় জাগিরের এহেন দুর্দশা। কুশলার সরপঞ্জ মনজিত্ সিং, সমাজকর্মী আরডিএস সিধু জানিয়েছেন, 'গ্রাম পঞ্চায়েত ও একটি এনজিও MGNREGS থেকে পারিশ্রমিক দিয়ে বৃদ্ধাকে সাহায্য করছে।'
