পঞ্জাবের প্রাক্তন মুখ্য়মন্ত্রী ছিলেন সন্তোখ সিং চৌধুরী। বর্তমানে জলন্ধর কেন্দ্রের সাংসদ ছিলেন তিনি। ২০১৪ এবং ২০১৯- দু' বারই লোকসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন তিনি।
এ দিন রাহুল গান্ধির সঙ্গে ভারত জোড়ো যাত্রায় হাঁটছিলেন প্রবীণ এই সাংসদ। তখনই অসুস্থ বোধ করেন তিনি। সঙ্গে সঙ্গেই অ্য়াম্বুল্য়ান্সে করে তাঁকে ফাগওয়ারার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেননি। ১৯৪৬ সালের ১৮ জুন জন্মগ্রহণ করেছিলেন সন্তোখ সিং চৌধুরী।
আরও পড়ুন: আসন্ন বিধানসভা নির্বাচন! ত্রিপুরায় এসে দলের নেতাদের বিশেষ বার্তা নাড্ডার
দিল্লি, হরিয়ানা পেরিয়ে গত বুধবার থেকে পঞ্জাবে শুরু হয় রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা। ফতেগড় সাহিবের সিরহিন্দ থেকে পদযাত্রা শুরু করেন কংগ্রেস নেতা।
সন্তকোষ সিং চৌধুরীর মৃত্য়ুতে শোকপ্রকাশ করেছেন পঞ্জাবের মুখ্য়মন্ত্রী ভগবন্ত মান। শোকবার্তায় তিনি লিখেছেন, 'জলন্ধরের কংগ্রেস সাংসদ সন্তোখ সিং চৌধুরীর অকাল মৃত্য়ুতে আমি গভীর ভাবে শোকাহত। তাঁর আত্মার শান্তি কামনা করি।' সন্তোখ সিং চৌধুরীর মৃত্য়ুতে শোকপ্রকাশ করেছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্য়মন্ত্রী ক্য়াপ্টেন অমরিন্দর সিংও।