মানের পরিবার সূত্রে খবর পাওয়া গিয়েছে, এ বারে পুত্রবধুকে পছন্দ করেছেন মানের মা ও দিদি। দিদি হরপাল কাউর এমনিতেই ভগবন্তের ছায়া সঙ্গী। নির্বাচনের সময় তাঁর প্রচারে সবসময়েই প্রায় দিদিকে দেখা গিয়েছে। তিনি এ বার বিয়ের আয়োজনের সবটা সারছেন। সেই সূত্রেই খবর পাওয়া গিয়েছে, বিয়ের অনুষ্ঠান হবে সাদামাটা। থাকবেন কাছের আত্মীয়রা, গুটিকয়েক বন্ধু। সেই সূত্র থেকেই খবর পাওয়া গিয়েছে, বিয়ের বাসরে উপস্থিত থাকবেন খোদ দিল্লির মুখ্যমন্ত্রী।
advertisement
আরও পড়ুন - হিমাচল প্রদেশে মেঘ ভাঙা বৃষ্টি! তছনছ সুন্দরী কুলু, পার্বতী উপত্যকা, ভিডিও দেখলে চমকে যাবেন
এর আগে একটি বৈবাহিক সম্পর্ক ছিল মানে। তিনি বিয়ে করেছিলেন ইন্দরদীপ কাউরকে। কিন্তু ছ'বছর আগে সেই সম্পর্কে ছেদ পড়ে। বিবাহ বিচ্ছেদ হয় মানের। মানের প্রথম বৈবাহিক সম্পর্কের সন্তানরা থাকেন আমেরিকায়। তাঁর মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার সময় তাঁরা এসেছিলেন দেশে।
