ভামিয়ল ভারত-পাক সীমান্তের কাছে অবস্থিত ৷ এই এলাকা দিয়েই সশ্রস্ত পাকিস্তানি জঙ্গিরা ভারতে প্রবেশ করে পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালায় জানুয়ারি মাসের ২ তারিখ ৷
পুলিশ জানিয়েছে, স্থানীয়দের তাদের দেখে সন্দেহ হওয়াতে তারা প্রশ্ন করতে শুরু করে ৷ এলাকাবাসীরা সন্দেহ প্রকাশ করতেই গাড়ি নিয়ে সেখান থেকে চম্পট দেয় সন্দেহভাজনরা ৷
advertisement
পুলিশের কাছ খবর ছিল তিন সন্দেহভাজন ব্যক্তি এলাকায় প্রবেশ করে ঘোরাঘুরি করছে ৷ এরপরই তল্লাশি অভিযান শুরু করে দেওয়া হয় ৷ বেশ কয়েকটি এলাকা ঘিরে রাখা হয়েছে ওই ব্যক্তিদের ধরা জন্য ৷ পাশাপাশি সেনাকেও এই বিষয়ে জানানো হয়েছে৷ ঝুঁকি না নিয়ে দেশ জুড়ে জারি হল হাই অ্যালার্ট।
প্রসঙ্গত, এবছরের শুরুতেই সেনা পোশাকে কুয়াশার সুবিধে নিয়ে পাঠানকোট বিমানঘাঁটিতে হামলা চালায় ছ’জন পাক মদতপুষ্ট জঙ্গি ৷ দীর্ঘ এই গুলির লড়াইয়ে সাতজন ভারতীয় সেনা শহীদ হন ৷ পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ এই হামলা চালায় বলে অভিযোগ ৷ প্রমাণ হিসেবে বেশ কিছু নথি ভারত তুলে দেয় পাকিস্তানের হাতে ৷