TRENDING:

কী ধরনের অন্তর্বাস পরবেন ছাত্রীরা, নির্দেশিকা জারি করে জানাল এই স্কুল

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পুনে: কোন ধরনের অন্তর্বাস পরবেন ছাত্রীরা, তা রীতিমতো নির্দেশিকা জারি করে জানাল স্কুল ৷ রুল বুকে ছাপানো সেই নির্দেশিকায় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সাদা, স্কিন কিংবা ধূষর রঙের অন্তর্বাস পরেই আসতে হবে স্কুলে ৷ পুনের এমআইটি বিশ্বশান্তি গুরুকুল স্কুল জারি করা এহেন নির্দেশিকায় তৈরি হয়েছে বিতর্ক ৷
advertisement

শুধু অন্তর্বাসের রঙই নয়, ছাত্রীদের পোশাক সংক্রান্ত একাধিক বিষয়ে বলা হয়েছে ওই নির্দেশিকায় ৷ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে স্কার্টের মাপ থেকে পড়ুয়াদের শৌচাগার ব্যবহারের সময়ও ৷ এমনকি এই সব নির্দেশ না মানলে কোন শাস্তির মুখে পড়তে পারেন পড়ুয়া ও অভিভাবকেরা, তাও বিস্তারিতভাবে বলা আছে ৷ এখানেই শেষ নয়, স্কুলে খাওয়ার জল অতিরিক্ত ব্যবহার করে ছাত্রী প্রতি ৫০০ টাকা জরিমানা দিতে হবে বলে জানিয়েছে স্কুল ৷

advertisement

আরও পড়ুন 

কী এই jio Giga Fiber ? কীভাবে কাজ করবে জিও-র এই নতুন পরিষেবা

এই নির্দেশিকা নিয়েই তৈরি হয়েছে চাঞ্চল্য ৷ রীতিমতো রুল বুকে ছাপিয়ে ছাত্রীদের অন্তর্বাসের রঙ নির্দিষ্ট করে দেওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই ৷

আরও পড়ুন 

ক্যানসারের চিকিৎসায় কেমোর থেকে ভাল ‘গোমূত্র’, দাবি বিশ্ববিদ্যালয়ের গবেষণায়

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সানশড ভেঙে সাংঘাতিক দুর্ঘটনা! চাপা পড়ল শিশু-সহ ৫
আরও দেখুন

এমআইটি গ্রুপ অফ ইনস্টিটিউট-এর এগজিকিউটিভ ডিরেক্টর সুচিত্রা কারাড নাগারে এই নির্দেশিকার পক্ষে নিজের সমর্থন জানিয়ে বলেছেন, এই নির্দেশিকা নিয়ে অযথা জল ঘোলা করার কোনও কারণ নেই ৷ স্কুল পড়ুয়াদের অবশ্যই নির্দিষ্ট পোশাক বিধি মানা উচিত ৷ সাদা স্কুল ড্রেসের নীচে রঙচঙে অন্তর্বাস পরলে তা অযথা দৃষ্টি আকর্ষণ করে এবং তা অশোভনও লাগে বলে মত সুচিত্রাদেবীর ৷ এই সব বিষয়ে ভেবেই রুলবুকে পড়ুয়াদের জন্য ওই নির্দেশিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ পদ্মা গিরি ধান্য ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
কী ধরনের অন্তর্বাস পরবেন ছাত্রীরা, নির্দেশিকা জারি করে জানাল এই স্কুল