TRENDING:

Puna Black Magic: বিয়ের ৪ বছরেও সন্তান হয়নি, শ্মশানে নিয়ে গিয়ে বধূকে জোর করে মৃত মানুষের হাড়ের গুঁড়ো খাওয়ানো হল

Last Updated:

Puna Black Magic: ওই বধূর কাছ থেকে অভিযোগ পেয়ে বুধবার এফআইআর দায়ের করা হয়েছে৷ অভিযুক্তের তালিকায় বধূর স্বামী, শ্বশুরবাড়ির লোকজন ছাড়াও আছে ওই তন্ত্রসাধক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুণা : নিঃসন্তান বধূ কালা জাদুর শিকার পুণো শহরে৷ অভিযোগ, সন্তানের দাবিতে তাঁকে মানুষের হাড়ের গুঁড়ো জোর করে খাওয়ায় স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা৷ জানা গিয়েছে স্থানীয় কোনও এক তন্ত্রসাধক এই বিধান দিয়েছিল৷ ওই বধূর কাছ থেকে অভিযোগ পেয়ে বুধবার এফআইআর দায়ের করা হয়েছে৷ অভিযুক্তের তালিকায় বধূর স্বামী, শ্বশুরবাড়ির লোকজন ছাড়াও আছে ওই তন্ত্রসাধক৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

শ্বশুরবাড়ির বিরুদ্ধে দু’টি অভিযোগ দায়ের করেছেন ওই বধূ৷ জানিয়েছেন তাঁর বিয়ে হয়েছিল চার বছর আগে৷ সে সময় থেকেই পণ এবং সোনারুপোর গয়না চাওয়া হয়েছিল যৌতুক হিসেবে৷ তার পর সন্তান না হওয়ায় তাঁকে অমাবস্যার রাতে নিয়ে যাওয়া হয়েছিল স্থানীয় শ্মশানে৷ সেখানে জোর করে তাঁকে মানব অস্থির চূর্ণ খেতে বাধ্য করা হয়৷ মহারাষ্ট্রের কোঙ্কন প্রদেশের ওই শ্মশানে কালো জাদুর রীতি পালন করানো হয় তরুণীকে দিয়ে৷ অভিযোগ, ভিডিও কল মারফত এক অঘোরী তন্ত্রসাধক নির্দেশ দিচ্ছিল৷ সেইমতো কাজ করেছে বধূর বাড়ির লোকজন৷

advertisement

আরও পড়ুন : অনন্ত-রাধিকার বাগদানের আংটি আসরে নিয়ে এল বিশেষ এক জন! দেখুন ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে তথাকথিত শিক্ষিত পরিবার হয়েও কালা জাদু পালনে আগ্রহী ওই বধূর পরিজনরা৷ কোন শ্মশানে তরুণীকে নিয়ে যাওয়া হয়েথিল, সেটি খুঁজে বার করার চেষ্টা করছে পুলিশ৷ উপযুক্ত তথ্যপ্রমাণ পেলেই অভিযুক্ত ৭ জনকে গ্রেফতার করার প্রক্রিয়া এগোবে বলে মনে করা হচ্ছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Puna Black Magic: বিয়ের ৪ বছরেও সন্তান হয়নি, শ্মশানে নিয়ে গিয়ে বধূকে জোর করে মৃত মানুষের হাড়ের গুঁড়ো খাওয়ানো হল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল