শ্বশুরবাড়ির বিরুদ্ধে দু’টি অভিযোগ দায়ের করেছেন ওই বধূ৷ জানিয়েছেন তাঁর বিয়ে হয়েছিল চার বছর আগে৷ সে সময় থেকেই পণ এবং সোনারুপোর গয়না চাওয়া হয়েছিল যৌতুক হিসেবে৷ তার পর সন্তান না হওয়ায় তাঁকে অমাবস্যার রাতে নিয়ে যাওয়া হয়েছিল স্থানীয় শ্মশানে৷ সেখানে জোর করে তাঁকে মানব অস্থির চূর্ণ খেতে বাধ্য করা হয়৷ মহারাষ্ট্রের কোঙ্কন প্রদেশের ওই শ্মশানে কালো জাদুর রীতি পালন করানো হয় তরুণীকে দিয়ে৷ অভিযোগ, ভিডিও কল মারফত এক অঘোরী তন্ত্রসাধক নির্দেশ দিচ্ছিল৷ সেইমতো কাজ করেছে বধূর বাড়ির লোকজন৷
advertisement
আরও পড়ুন : অনন্ত-রাধিকার বাগদানের আংটি আসরে নিয়ে এল বিশেষ এক জন! দেখুন ভিডিও
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে তথাকথিত শিক্ষিত পরিবার হয়েও কালা জাদু পালনে আগ্রহী ওই বধূর পরিজনরা৷ কোন শ্মশানে তরুণীকে নিয়ে যাওয়া হয়েথিল, সেটি খুঁজে বার করার চেষ্টা করছে পুলিশ৷ উপযুক্ত তথ্যপ্রমাণ পেলেই অভিযুক্ত ৭ জনকে গ্রেফতার করার প্রক্রিয়া এগোবে বলে মনে করা হচ্ছে৷