এক সংস্থা ছেড়ে অন্য সংস্থায় যোগ দিলে পিএফের টাকা ট্রান্সফার করা নিয়ে সমস্যার সম্মুখীন হতে হয় কর্মীদের ৷ সেই সমস্যার সমাধানেই নয়া পদক্ষেপ নিল EPFO ৷ এবার থেকে চাকরি পরিবর্তন করলেও পিএফ অ্যাকাউন্ট টাকা ট্রান্সফার নিয়ে আর কোনও সমস্যা পোহাতে হবে না ৷ ইপিএফও কমিশনার ভি পি জয় জানিয়েছেন, নতুন সংস্থায় যোগ দেওয়ার পরের মাসেই পিএফ-এর জমা অর্থ ট্রান্সফার হয়ে যাবে ৷
advertisement
এর ফলে নতুন সংস্থায় যোগ দেওয়ার পর অ্যাকাউন্ট বন্ধ করে নতুন অ্যাকাউন্ট খোলা বা জমা অর্থ ট্রান্সফার করা নিয়ে হয়রানি এবার শেষ ৷ অন্যদিকে, পিএফের টাকা ট্রান্সফারের ক্ষেত্রে বাধ্যতামূলক আধার কার্ড ৷ ভোটার বা আধার কার্ডের নথি দিয়ে আবেদন করা হলে সহজেই টাকা ট্রান্সফার হয়ে যাবে ৷
অবসরের দিনই মিলবে পিএফ-পেনশন
পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার প্রক্রিয়াও আরও সহজ করল রিটায়ারমেন্ট ফাণ্ড ম্যানেজার, এমপ্লয়িজ প্রফিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ৷ পেনশন, বীমা এবং পিএফ-এর টাকা তোলার আবেদনের নিষ্পত্তির সময়সীমা ২০ দিন থেকে কমিয়ে ১০ দিন করা হল ৷
পিএফের টাকা তুলতে প্রচুর হ্যাপা ৷ খন্ডাখানেক ফর্ম ফিলআপ কর ৷ তারপর সেটা জমা দেওয়ার জন্য লম্বা লাইনের পিছনে দাঁড়াও৷ তারপর কয়েক মাস কাটলেই পিএফের টাকা আপনার অ্যাকাউন্টে ৷ তবে এবার এই পিএফ তোলার ব্যাপারটাকে সহজ করতে চলেছে কেন্দ্রীয় সরকার ৷ ডিজিটাল ভারতকে আরও এগিয়ে দিতে এবার পিএফের টাকা তুলতে নতুন মোবাইল অ্যাপও আনছে কেন্দ্র ৷ অ্যাপের নাম ‘উমঙ্গ’ ৷ এই অ্যাপের সাহায্যেই সহজে ফর্ম ফিলাপ ও পিএফের টাকা তোলা যাবে ৷ এর জন্য জমা দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ও আধার নম্বর ৷
কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বন্দারু দত্তাত্রেয় জানিয়েছেন, অনলাইনেই যাতে ইপিএফের আবেদন করা যায় এবং অনলাইনেই যাতে পিএফের টাকা তোলা যায়, তার জন্যই এই মোবাইল অ্যাপ তৈরি করা হচ্ছে।
ইপিএফও-র লক্ষ্য, আবেদন জমা পড়ার কয়েক ঘন্টার মধ্যেই সেই দাবির নিষ্পত্তি করার। বর্তমানে আবেদন জমা দেওয়ার ২০ দিনের মধ্যে টাকা পান আবেদনকারীরা। এই ব্যবস্থা পাল্টাতে চাইছে ইপিএফও। দেশজুড়ে ইপিএফও-র ১১০টি আঞ্চলিক অফিসকে কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যুক্ত করা হয়েছে।