TRENDING:

'হোয়াটসঅ্যাপ জানিয়েছে প্রিয়াঙ্কার ফোনেও নজরদারি হয়েছে,' বিস্ফোরক অভিযোগ কংগ্রেসের

Last Updated:

রবিবার একটি সাংবাদিক বৈঠকে সুরজেওয়ালা অভিযোগ করেন, গত মে মাসে পেগাসাসের সাহায্যে হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে বলে নোটিস দিয়েছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরার ফোনও হ্যাক করা হয়েছিল ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাসের মাধ্যমে৷ বিস্ফোরণ অভিযোগ করল কংগ্রেস৷ কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালার দাবি, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষই জানিয়েছে, প্রিয়াঙ্কা গান্ধির ফোন হ্যাক করে নজরদারি চালানো হয়েছিল৷
advertisement

রবিবার একটি সাংবাদিক বৈঠকে সুরজেওয়ালা অভিযোগ করেন, গত মে মাসে পেগাসাসের সাহায্যে হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে বলে নোটিস দিয়েছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ৷ সেই সময়ই প্রিয়াঙ্কা গান্ধি বঢরার ফোনও হ্যাক করা হয়েছিল বলে জানিয়েছে সংস্থা৷

ভারত-সহ ২০টি দেশের উচ্চপদস্থ আধিকারিক ও সেনা কর্তার হোয়াটসঅ্যাপ হ্যাক করে নজরদারি চালানোর রিপোর্ট প্রকাশ্যে আসে গত বৃহস্পতিবার৷ গত মে মাসে দু সপ্তাহ ধরে ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাস বিশ্বের ১৪০০ গুরুত্বপূর্ণ ব্যাক্তিত্বের হোয়াটসঅ্যাপ হ্যাক করে৷ এর মধ্যে ১৭ জনের হোয়াটসঅ্যাপ নজরদারি হয়েছে, এটা নিশ্চিত করেছে হোয়াটসঅ্যাপ৷ তাঁরা বেশির ভাগই আইনজীবী, মানবাধিকার কর্মী, সাংবাদিক৷

advertisement

কংগ্রেসের অভিযোগ, বিরোধীদের ফোনে স্নুপিং সফটওয়্যার দিয়ে আড়ি পাতছে বিজেপি৷ কংগ্রেস সভানেত্রীর সুর আরও চড়া। মোদি সরকার ইজরায়েলের পেগাসাসকে কিনে নিয়ে ফোন ও হোয়াটস অ্যাপে আড়ি পাতছে। রাজনীতিক, সমাজকর্মী ও সাংবাদিকদের ব্যক্তিগত তথ্য চুরি হচ্ছে। নজরদারি চলছে। এটা শুধু বেআইনি ও অসাংবিধানিকই নয়, এটা চরম লজ্জাজনক এক দৃষ্টান্ত।

আরও ভিডিও: আমার ফোনেও নজরদারি চালাচ্ছে কেন্দ্র, তদন্তের দাবি মমতার

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
'হোয়াটসঅ্যাপ জানিয়েছে প্রিয়াঙ্কার ফোনেও নজরদারি হয়েছে,' বিস্ফোরক অভিযোগ কংগ্রেসের