TRENDING:

Priyanka Gandhi: 'সংবিধান, সংঘের বিধান নয়!' লোকসভায় প্রথম ভাষণেই ঝড় তুললেন প্রিয়াঙ্কা

Last Updated:

ওয়েনাডের সাংসদ দাবি করেছেন, লোকসভা নির্বাচনের ফল যদি অন্যরকম না হত তাহলে এতদিনে সংবিধান বদলের কাজও শুরু করে দিতে কেন্দ্রীয় সরকার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: লোকসভায় প্রথমবার বক্তব্য রাখতে গিয়ে বিজেপি এবং আরএসএস-কে তীব্র আক্রমণ করলেন ওয়েনাডের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি৷ সংবিধান নিয়ে বিতর্কে অংশ নিয়ে নাম না করেই কটাক্ষ করে বললেন, ‘ভারতে সংবিধান রয়েছে, সংঘের বিধান নয়৷’ প্রথম বৈঠকে উন্নাও, সমভল থেকে শুরু করে মণিপুর, সব বিষয়ই ছুঁয়ে গিয়েছেন প্রিয়াঙ্কা৷ জাতি গণনার দাবিও তুলেছেন তিনি৷ নাম না করে রাজা বলে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷
News18
News18
advertisement

প্রিয়াঙ্কা গান্ধি বলেন, ‘আমাদের সংবিধান ন্যায়, আশা, অভিব্যক্তি এবং আকাঙ্খার সেই জ্যোতি যা প্রত্যেক ভারতীয়ের বুকের ভিতরে জ্বলছে৷ এই জ্যোতি প্রত্যেক ভারতীয়কে ন্যায় পাওয়ার, নিজের অধিকারের পক্ষে সওয়াল করার জোর দেয়৷ এই সংবিধান প্রত্যেক দেশবাসীকেও সরকার তৈরি করার এবং ফেলে দেওয়ার অধিকার দিয়েছে৷ এই জ্যোতি প্রত্যেক ভারতীয়কে ভরসা দিয়েছে যে দেশের সম্পত্তি, প্রতিষ্ঠানে তাঁর অধিকার রয়েছে৷ দেশ তৈরিতে তাঁরও অবদান রয়েছে৷’

advertisement

আরও পড়ুন: পুলিশের জালে ‘পুষ্পা’, জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা অল্লু অর্জুনকে গ্রেফতার

সংবিধানও বদলে দিতে মোদি সরকার, অভিযোগ প্রিয়াঙ্কার

ওয়েনাডের সাংসদ দাবি করেছেন, লোকসভা নির্বাচনের ফল যদি অন্যরকম না হত তাহলে এতদিনে সংবিধান বদলের কাজও শুরু করে দিতে কেন্দ্রীয় সরকার৷ প্রিয়াঙ্কা বলেন, ‘আমাদের সংবিধান ন্যায়, সুরক্ষা, একতার কবচ৷ মত প্রকাশের স্বাধীনতার কবচ৷ দুঃখের বিষয় হল আমাদের ক্ষমতাসীন দলের নেতারা দশ বছরে এই সুরক্ষা কবচকে ভাঙার সবরকম চেষ্টা করেছেন৷ সংবিধানে স্বামাজিক, আর্থিক এবং রাজনৈতিক ন্যায়ের ভরসা দেওয়া রয়েছে৷ সংবিধানে উল্লেখ করা এই সুরক্ষার আশ্বাসই জনতার কবচ৷ লোকসভায় এরকম ফল না হলে এরা সংবিধান বদলের কাজও শুরু করে দিত৷ আজকে এরা সংবিধান সংবিধান করে চিৎকার করছে কারণ এরা বুঝতে পেরেছে যে দেশের মানুষই সংবিধানকে সুরক্ষিত রাখবেন, সংবিধানকে বদল হতে দেবে না৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বক্তব্যের শেষ দিকে প্রিয়াঙ্কা বলেন, ‘এই দেশ ভয় নয়, সাহস এবং সংঘর্ষ দিয়ে তৈরি হয়েছে৷ সংবিধান এদের সাহস জোগায়৷ দেশের কোটি কোটি মানুষ যাঁরা প্রতিদিন ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হন, তাঁদের সাহস দেয় এই সংবিধান৷ ওয়েনাডের প্রাকৃতি ভয়েরও সীমা থাকে, সেই সীমা পেরিয়ে গেলে মানুষের মধ্যে এমন শ এই দেশ কাপুরুষদের হাতে বেশি দিন থাকবে না৷ এই দেশ উঠে দাঁড়াবে, লড়াই করবে৷ সত্যের দাবি জানাবে৷’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Priyanka Gandhi: 'সংবিধান, সংঘের বিধান নয়!' লোকসভায় প্রথম ভাষণেই ঝড় তুললেন প্রিয়াঙ্কা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল