প্রিয়াঙ্কার বিয়ের আসর বসেছে যোধপুরের উমেদ ভবনে ৷ নিক জোনাসের সঙ্গে খ্রীষ্টান ও পঞ্জাবী মতে গাঁটছড়া বেধেঁছেন পিগি চপস ৷ আর বিয়ে উপলক্ষে চলছে একের পর এক ইভেন্ট ৷ কখনও ফ্যাশন প্যারেড, কখনও অ্যাওয়ার্ড শো, কখনও ক্রিকেট খেলা আবার কখনও আতশবাজি ফাটানোর উৎসব ৷ আর এই উৎসব করেই দারুণ বেকায়দায় পড়েছেন নায়িকা ৷
advertisement
কিছুদিন আগেই ছিল দিওয়ালি ৷ সে সময় UNICEF-এর গুড উইল অ্যাম্বাসাডর হিসাবে একটি ভিডিও-তে পরিবেশ সচেতনার পাঠ দিয়েছিলেন প্রিয়াঙ্কা ৷ সকলকে বলেছিলেন আতসবাজিমুক্ত দিওয়ালি সেলিব্রেট করার কথা ৷ বলেছিলেন, ‘আলো, লাড্ডু, ভালবাসা আর দূষণ নিয়ন্ত্রণ’ এইভাবেই যেন সকলে দিওয়ালি সেলিব্রেট করেন ৷ আর নিজের বিয়েতে এটা কী করলেন অভিনেত্রী?
আতসবাজি ফাটালেন চুটিয়ে ৷ আতসবাজির আলো আর শব্দে ভরে উঠেছিল যোধপুরের আকাশ ৷ নানা রঙের, নানা ধরনের, নানা শব্দের সেই আতসবাজির ভিডিও কিছুক্ষণের মধ্যেই জনসমক্ষে আসে ৷ তারপরেই ট্রোলড হন প্রিয়াঙ্কা ৷
কেউ বলেন তিনি হিপোক্রিট, কেউ আবার প্রশ্ন করেন, এই বাজি নিশ্চয় ‘হার্বাল’ ছিল ? কেউ আবার লেখেন, প্রিয়াঙ্কা চোপড়ার কুকুর দিওয়ালির আতসবাজিতে ভয় পায়, বিয়ের নয় ৷
These people from Bollywood are just about the living epitome of true unbridled holier than thou hypocrisy https://t.co/VAf4dT2dL4 — Rishi Bagree
Hey @nickjonas first congratulations for your marriage. Now pls watch this carefully& explain how you subjected your asthametic wife to polluted atmos by having fireworks at wedding?
Your wife preaching Hindus to have crackerless diwali here
— Debjani Chatterjee