আরও পড়ুন: চিকিৎসায় কলকাতার বিকল্প খুঁজতে চিন্তায় বাংলাদেশিরা! ভিসা দিচ্ছে না ভারত, নজরে চিনের শহর?
বাজেট নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেছেন, “কর ছাড়ের ঘোষণা মধ্যবিত্ত, কর্মচারীদের বড় সুবিধা দেবে।” প্রধানমন্ত্রী আরও বলেন, “এই বাজেটে বার্ষিক ১২ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত করা হয়েছে। সমস্ত আয় গ্রুপের জন্য কর কমানো হয়েছে। এতে মধ্যবিত্তের বিশাল সুবিধা হবে।”
advertisement
আরও পড়ুন: জোড়া পশ্চিমি ঝঞ্ঝায় শীতের বিদায় আসন্ন! দিনক্ষণও জানিয়ে দিল আবহাওয়া দফতর
করছাড় বাদ দিয়েও বাজেটের অন্যান্য দিকগুলি উল্লেখ করেছেন মোদি। তিনি বলেন, “এই বাজেট একটি সঞ্চয়, বিনিয়োগ, খরচ এবং অর্থনৈতিক বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। আমি অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং তাঁর পুরো দলকে এই জনতা জনার্দনের, জনতার বাজেটের জন্য অভিনন্দন জানাই।”
বাজেট নিয়ে মোদি ব্যাখ্যা দেন, “সাধারণত, বাজেটের লক্ষ্য থাকে কী ভাবে সরকারী কোষাগার পূর্ণ হবে, কিন্তু এই বাজেট তার ঠিক বিপরীত। কিভাবে এই বাজেট দেশের নাগরিকদের পকেট পূর্ণ করবে, কী ভাবে দেশের নাগরিকদের সঞ্চয় বাড়বে এবং কী ভাবে দেশের নাগরিকদের উন্নয়ন হবে।” পাশাপাশি এই বাজেট যে দেশের অর্থনৈতিক সংস্কারের জন্যও গুরুত্বপূর্ণ তা জানাতে ভোলেননি মোদি।